লালমনিরহাট বার্তা
মালদ্বীপের প্রেসিডেন্ট হলেন ‘চীনপন্থী’ মুইজ্জু
ইত্তেফাক | ১ অক্টো, ২০২৩, ৪:১৪ AM
মালদ্বীপের প্রেসিডেন্ট হলেন ‘চীনপন্থী’ মুইজ্জু

এশিয়ার দ্বীপ রাষ্ট্র মালদ্বীপে দ্বিতীয় দফায় ভোটে (রান অফ) ভারতপন্থী ইব্রাহিম সলিহকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন চীনপন্থী মোহাম্মদ মুইজ্জু। মালদ্বীপের নির্বাচন কমিশনও মুইজ্জুর জয়ের বিষয়টি নিশ্চিত করেছে।বিবিসির প্রতিবেদনে বলা হয়, ৫৮৬ ব্যালট বাক্সের ভোট গণনা করে জানা গেছে যে মোহাম্মদ মুইজ্জু ৫৪ শতাংশ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ।

প্রগতিশীল জোটের ৪৫ বছর বয়সী মুইজ্জুর রয়েছে চীনের সঙ্গে সুসম্পর্ক। তার ক্ষমতায় আসায় অঞ্চলটিতে চীনের প্রভাব বাড়বে বলে ধারণা করা হচ্ছে। ১৯৭৮ সালে জন্মগ্রহণ করেন তিনি। স্কুল-কলেজের গণ্ডি পেরিয়ে যুক্তরাজ্যের লিডস বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ২০১২ সালে গৃহায়ন মন্ত্রী হিসেবে রাজনীতিতে প্রবেশ করেন মুইজ্জু।

রাজধানী মালের মেয়র মোহাম্মদ মুইজ্জু তার প্রচারণার সময় জানিয়েছেন, তিনি নির্বাচিত হলে মালদ্বীপে ভারতের প্রভাব কমাবেন। এছাড়া দেশটিতে যে অল্প সংখ্যক ভারতীয় সেনা মোতায়েন আছেন তাদের বের করে দেবেন।

এই বিভাগের আরও খবর