লালমনিরহাট বার্তা
রংপুরে নতুন ঘরে ঈদ করবে আরও এক হাজার ৪৯ জন ভূমিহীন-গৃহহীন পরিবার
রংপুর অফিস | ১১ জুন, ২০২৪, ১২:৪৮ PM
রংপুরে নতুন ঘরে ঈদ করবে আরও এক হাজার ৪৯ জন ভূমিহীন-গৃহহীন পরিবার

রংপুরে নতুন ঘরে ঈদ করবে এক হাজার ৪৯ জন ভূমিহীন গৃহহীন পরিবার। ঈদের আগে আশ্রয়ন প্রকল্পের পঞ্চম ধাপে রংপুরের পীরগঞ্জ, মিঠাপুকুর, গঙ্গাচড়া, কাউনিয়া, বদরগঞ্জ, তারাগঞ্জ ও সদর উপজেলার ৬৬০টি ঘর ও ৩৮৯টি পুরাতন জরাজীর্ণ ব্যারাকের স্থলে নির্মিত ঘর ভূমিহীন-গৃহহীনদের হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (১১ জুন) সকালে ঢাকা থেকে ভার্চুয়ালী সুবিধাভোগীদের মাঝে ঘর হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ কার্যক্রমের মধ্য দিয়ে জেলার পীরগঞ্জ, মিঠাপুকুর ও গঙ্গাচড়া উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত হলো।

প্রধানমন্ত্রীর ঘর হস্তান্তর অনুষ্ঠানের পর গঙ্গাচড়া উপজেলা মাল্টিপারপাস হল রুমে সুবিধা ভোগীদের হাতে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রেজাউল করিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ তামান্না।

এ কার্যক্রমে পূর্বে ভূমিহীন ও গৃহহীন মুক্ত চারটি উপজেলায় নতুন তালিকাভূক্ত ২১১টি পরিবারের মধ্যে ২০১ টি পরিবারের মাঝে ঘরসহ জমি হস্তান্তর করা হয়েছে। এছাড়া অবশিষ্ট ১০টি ঘর রংপুর সদর উপজেলায় নির্মাণাধীন রয়েছে।

এই বিভাগের আরও খবর