রংপুরে নতুন ঘরে ঈদ করবে এক হাজার ৪৯ জন ভূমিহীন গৃহহীন পরিবার। ঈদের আগে আশ্রয়ন প্রকল্পের পঞ্চম ধাপে রংপুরের পীরগঞ্জ, মিঠাপুকুর, গঙ্গাচড়া, কাউনিয়া, বদরগঞ্জ, তারাগঞ্জ ও সদর উপজেলার ৬৬০টি ঘর ও ৩৮৯টি পুরাতন জরাজীর্ণ ব্যারাকের স্থলে নির্মিত ঘর ভূমিহীন-গৃহহীনদের হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (১১ জুন) সকালে ঢাকা থেকে ভার্চুয়ালী সুবিধাভোগীদের মাঝে ঘর হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ কার্যক্রমের মধ্য দিয়ে জেলার পীরগঞ্জ, মিঠাপুকুর ও গঙ্গাচড়া উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত হলো।
প্রধানমন্ত্রীর ঘর হস্তান্তর অনুষ্ঠানের পর গঙ্গাচড়া উপজেলা মাল্টিপারপাস হল রুমে সুবিধা ভোগীদের হাতে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রেজাউল করিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ তামান্না।
এ কার্যক্রমে পূর্বে ভূমিহীন ও গৃহহীন মুক্ত চারটি উপজেলায় নতুন তালিকাভূক্ত ২১১টি পরিবারের মধ্যে ২০১ টি পরিবারের মাঝে ঘরসহ জমি হস্তান্তর করা হয়েছে। এছাড়া অবশিষ্ট ১০টি ঘর রংপুর সদর উপজেলায় নির্মাণাধীন রয়েছে।