লালমনিরহাট বার্তা
চ্যাটজিপিটির নতুন আপডেট
ইত্তেফাক | ৭ আগ, ২০২৩, ৮:১৬ AM
চ্যাটজিপিটির নতুন আপডেট

কৃত্রিম বুদ্ধিমত্তার পাওয়ার হাউজ বলে স্বীকৃত চ্যাটজিপিটি সম্প্রতি নতুন কিছু আপডেট নিয়ে এসেছে। চ্যাটবটে ফলো আপ প্রম্পট দেখা যাচ্ছে। প্রতিষ্ঠানটির অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছে। ব্যবহারকারীরা যেন চ্যাটজিপিটি ব্যবহার করে আরও ভালো সুবিধা পান সেসব ফিচার যুক্ত করা হয়েছে। নতুন আপডেটে জিপিটি-৪ ডিফল্ট হিসেবে ব্যবহৃত হবে। তাছাড়া ব্যবহারকারীরা একাধিক ফাইল আপলোড করতে পারবে। এখন চ্যাটজিপিটিতে লগিন করে থাকা যাবে এবং কিবোর্ডের শর্টকাটও যুক্ত হয়েছে।

নতুন আপডেটের মধ্যে জিপিটি-৪ কে ডিফল্ট হিসেবে ব্যবহার করতে পারার বিষয়টি সবচেয়ে বেশি মনোযোগ আকর্ষণ করেছে। আগে জিপিটি-৩.৫ ডিফল্ট হিসেবে ব্যবহার করা হয়। নতুনভাবে শুরু করার ক্ষেত্রে এখন অবশ্য ব্যবহারকারীরা কোন বিষয়টিকে ডিফল্ট হিসেবে ব্যবহার করা যাবে তা সেট করা যাবে।

তাছাড়া একাধিক ফাইল আপলোড করতে পারলে কাজ করাও সহজ হবে। তাছাড়া নতুন আপডেটে অ্যাকাউন্টে দীর্ঘক্ষণ লগিন করে থাকা যাবে। নতুন আপডেটে Ctrl + Shift + C দিয়ে কপি করা যাবে। CTRL + / on দিয়ে কিবোর্ড শর্টকাটও চালু করা যাবে।

এই বিভাগের আরও খবর