লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় দুই রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পাটগ্রাম থানা পুলিশ। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক আটকের সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, মায়ানমারের মন্ডু জেলার কুরহালি থানার নয়াপাড়া গ্রামের ইলিয়াছ হোসেনের ছেলে আনস (২২) ও একই এলাকার ওসমান গণির মেয়ে সেতুফা বেগম (১৮) মামাত ফুফাত ভাই বোন। গত দুই দিন আগে অবৈধভাবে সীমান্ত পথে ভারত হয়ে নেপালে আর এক মামাত ভাই সাকেরের কাছে যেতে উপজেলার দহগ্রাম ইউনিয়নে আসে। দহগ্রাম দিয়ে ভারতে প্রবেশ করে। এসময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক হয় তাঁরা। বিএসএফ তাদেরকে মারপিট করে শনিবার রাতে আবারও বাংলাদেশে ঢুকিয়ে দেয়। রাতেই দু’জনে পাটগ্রাম রেলস্টেশনে আসে। এ সময় স্থানীয় লোকজন তাঁদেরকে (মায়ানমারের ওই দুই নাগরিক) দেখে আটক করে পাটগ্রাম পৌরসভার মেয়র রাশেদুল ইসলাম সুইটকে খবর দেয়। মেয়র ওই দুইজনকে উদ্ধার করে পাটগ্রাম পৌরসভায় নিয়ে গিয়ে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ তাঁদেরকে আটক করে থানা হেফাজতে রাখে। মেয়র রাশেদুল ইসলাম সুইট বলেন, ‘পৌরসভার পাটগ্রাম রেলস্টেশন থেকে শনিবার (১৮ সেপ্টেম্বর) রাতে ওই দুই রোহিঙ্গা নাগরিককে স্থানীয় লোকজন আটক করে আমাকে খবর দেয়। আমি উদ্ধার করে খোঁজ- খবর নিয়ে। পাটগ্রাম থানার ওসির নিকট হস্তান্তর করি।’ পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ‘আটক রোহিঙ্গা দুই নাগরিক স্বীকার করেছে তাঁরা অবৈধভাবে ভারতে যাওয়ার সময় বিএসএফের হাতে আটক হয়। বিএসএফ মারপিট করে আবারও বাংলদেশে ঢুকিয়ে দেয়। তাঁরা ২০১৭ সালে বাংলাদেশে আসে ও ২২ নং টেকনাফ, কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে থাকত। উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আবারও রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে।’