লালমনিরহাট বার্তা
নিজস্ব অর্থে তিস্তা মহাপরিকল্পনা বাসাতবায়ন করতে হবে- হক্কানী
স্টাফ রিপোর্টারঃ | ১৬ অক্টো, ২০২১, ১১:১৩ AM
নিজস্ব অর্থে তিস্তা মহাপরিকল্পনা বাসাতবায়ন করতে হবে- হক্কানী
তিস্তা নদীকে বাঁচাতে, ভাঙ্গন ঠেকাতে, বিজ্ঞানসম্মতভাবে তিস্তা মহাপরিকল্পনা ও ৬ দফা বাস্তবায়নসহ রংপুর অঞ্চলের বৈষম্য দূরীকরণের দাবীতে আগামী ১৫ নভেম্বর তিস্তা লংমার্চ ও মহাসমাবেশ সফল করার লক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
শনিবার লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ লালমনিরহাট জেলা শাখা আয়োজনে সভায় তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদ কালীগঞ্জ শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা সিরাজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী। বিশেষ অতিথি ছিলেন, সাধারণ সম্পাদক সফিয়ার রহমান,লালমনিরহাট জেলার সভাপতি গেরিলা লীডার ড. এসএম শফিকুল ইসলাম কানু, অধ্যক্ষ এ এস এম মনওয়ারুল ইসলাম, আনিছুর রহমান লাডলা। তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের কালীগঞ্জ শাখার সাখার সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন।
প্রধান অতিথি নজরুল ইসলাম হক্কানী বলেন, তিস্তা পাড়ের হাজারো মানুষের কান্না আর শুনতে চাইনা। নদী ভাঙ্গা মানুষের কথা ভেবে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি রংপুর অঞ্চলের উন্নয়ন বরাদ্দ সমহারে প্রদানে প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানান। তিঁনি আরো বলেন, তিস্তার মানুষকে বাঁচাতে পদ্মা সেতুর মত নিজস্ব আর্থে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। এ অঞ্চলের মানুষ যেন আর মফিজ না থাকে।
এছাড়াও বক্তব্য রাখেন, গেরিলা লীডার ড. এসএম শফিকুল ইসলাম কানু, অধ্যক্ষ এএসএম মনওয়ারুল ইসলাম, আনিছুর রহমান লাডলা, নজরুল ইসলাম, জামাল হোনেন, হযরত আলী, তিস্তার ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ আহের আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদ কালীগঞ্জ শাখার যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম মোল্লা।
এই বিভাগের আরও খবর