লালমনিরহাট বার্তা
ভারতীয় নাগরিক আটক, মামলা
বিশেষ প্রতিনিধি, পাটগ্রামঃ | ১৩ আগ, ২০২২, ১০:১৭ AM
ভারতীয় নাগরিক আটক, মামলা

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়ন সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে ভারতীয় নাগরিক শম্ভু সিং সরকারকে (৪৫) আটক করেছে বিজিবি। শনিবার (১৩ আগস্ট) দুপুরে পাটগ্রাম থানায় মামলা দিয়ে পুলিশে সোর্পদ করেছে বিজিবি। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

বিজিবি জানায়, শুক্রবার (১২ আগস্ট) রাত প্রায় ৯ টার দিকে ওই ইউনিয়নের আঙ্গোরপোতা গ্রামের ইসলামপুর সীমান্ত এলাকায় আঙ্গোরপোতা বিজিবি ক্যাম্পের টহল দলের সদস্যরা দায়িত্ব পালন করতে থাকে। এ সময় ভারতীয় নাগরিক বাংলাদেশে প্রবেশ করবে এ ধরনের তথ্য পায় বিজিবির টহল দলটি। এ তথ্যে চা বাগান ও ঝোপঝাড়ে গোপনে অভিযান চালায় তাঁরা (বিজিবি)। এ সময় ভারতের কোচবিহার জেলার কুচলীবাড়ি থানার ভোটমারী এলাকার জয়রাম সিং সরকারের ছেলে শম্ভু সিং সরকার সীমান্তের মেইন পিলার ২ ও সাব পিলার ৪ নম্বরের সন্নিকট হয়ে প্রায় ১২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করা অবস্থায় দেখতে পায়। বিজিবির টহল দলকে দেখে দৌড়ে পালানোর ঘটনার সময় তাঁকে আটক করে বিজিবি। পরদিন শনিবার দুপুরে আঙ্গোরপোতা বিজিবি ক্যাম্পের কমান্ডার হাবিলদার নুরুল হক বাদি হয়ে পাটগ্রাম থানায় ১৯৫২ সালের বাংলাদেশ কন্ট্রোল অব এন্ট্রি এ্যাক্টের ৪ ধারায় মামলা দায়ের করেন। ধৃত ভারতীয়কে পুলিশের নিকট হস্তান্তর করেন।

এ ব্যাপারে ৫১ বিজিবি ব্যাটালিয়নের দহগ্রাম আঙ্গোরপোতা ক্যাম্প কমান্ডার হাবিলদার নুরুল ইসলাম বলেন, ‘সীমান্ত আইন অমান্য করে বাংলাদেশে প্রবেশ করায় ভারতীয় নাগরিক শম্ভ সিং সরকারকে আটক করা হয়েছে। পাটগ্রাম থানায় মামলা দিয়ে তাঁকে পুলিশের নিকট দেওয়া হয়েছে।’

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ‘পাসপোর্ট ও ভিসা ব্যতিত অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করার অপরাধে বিজিবির দেওয়া মামলায় গ্রেপ্তার ভারতীয় নাগরিককে শনিবার (১৩ আগস্ট) দুপুরে লালমনিরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও খবর