লালমনিরহাট বার্তা
লালমনিরহাট জেল পর্যায়ে খেলোয়াড় বাছাই কর্মসূচি
বার্তা ডেস্ক | ১৮ মার্চ, ২০২৪, ৬:৪৩ AM
লালমনিরহাট জেল পর্যায়ে খেলোয়াড় বাছাই কর্মসূচি

বাংলাদেশ ক্রীয়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) জিরানী, সাভার, ঢাকা- ১৩৪৯। তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা  অন্বেষণ ও নিবিড় প্রশিক্ষণ কার্যক্রম ২০২৪ লালমনিরহাট জেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই কর্মসূচি।

লালমনিরহাট ২৩. ০৪.২০২৪। 

খেলোয়াড় নির্বাচন এবং প্রশিক্ষণ পদ্ধতিঃ

ক) এ কার্যক্রমের অধীনে ২১ ক্রীড়া বিভাগ, যথা: আর্চারি, এ্যাথলেটিক্স, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবাল, হকি, জুডো, কারাতে, শ্যূটিং, তায়কোয়ানডো,  টেবিল টেনিস, ভলিবল, উণ্ড, স্কোয়াশ, কাবাডি, ভারোত্তোলন ও ব্যাডমিন্টন খেলার ১০-১৩ বৎসর এবং বক্সিং, জিমন্যাস্টিক্স, সাঁতার ও টেনিস খেলায় অনূর্ধ্ব ৮-১২ বৎসর বয়সী খেলোয়াড় নির্বাচন করা হবে।

আর্চারি, এ্যাথলেটিক্স, ক্রিকেট, ফুটবাল, হকি, জুডো, শ্যূটিং, টেবিল টেনিস, জিমন্যাস্টিক্স, সাঁতার ও টেনিসে ছেলে ও মেয়ে উভয়ই এবং বাস্কেটবল, বক্সিং, কারাতে, তায়কোয়ানডো, ভালিবল, উণ্ড, স্কোয়াশ, কাবাডি, ভারোত্তোলনও ব্যাডমিন্টন ক্রীয়া বিভাগে শুধুমাত্র ছেলেদের বাছাই ও প্রশিক্ষণ প্রদান কা হবে।

অনলানে আদেন ফরম পূরণ করতে হবে।

এই বিভাগের আরও খবর