লালমনিরহাট বার্তা
চলন্ত যাত্রীবাহী বাসে পেট্রোল বোমায় মানুষ পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামী ৮ বছর পর গ্রেফতার
রংপুর অফিস | ৯ ডিসে, ২০২১, ১১:৩৩ AM
চলন্ত যাত্রীবাহী বাসে পেট্রোল বোমায় মানুষ পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামী ৮ বছর পর গ্রেফতার
রংপুরের মিঠাপুকুরে চলন্ত যাত্রী বাহি বাসে পেট্রোল বোমা মেরে আগুনে মানুষ পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামী জামায়াত নেতা ফারুখ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। ২০১৪ সালে চলন্ত বাসে পেট্রোল বোমা মেরে আগুন ধরিয়ে দিয়ে ৭ নিরাপরাধ মানুষকে জীবন্ত পুড়িয়ে হত্যা মামলার অন্যতম আসামী জামায়াত নেতা ফারুখ হোসেন ঘটনার পর থেকে দীর্ঘ ৮ বছর ধরে পলাতক ছিলো। আগুনে পুড়িয়ে হত্যা সহ বিভিন্ন এলাকায় নাশকতা সহ ধংসাত্মক ৮ মামলার পলাতক আসামী ফারুখ হোসেনকে মিঠাপুকুর থানার ওসি আমিরুল ইসলাম গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, মিঠাপুকুরে ২০১৪ সালের ১৪ জানুয়ারী সকালে চলন্ত বাসে পেট্রোল বোমা হামলা চালিয়ে আগুন ধরিয়ে দিয়ে ৭ নিরাপরাধ মানুষকে জীবন্ত পুড়িয়ে হত্যা মামলার অন্যতম আসামী জামায়াত নেতা ফারুখ হোসেন ঘটনার পর থেকে দীর্ঘ ৮ বছর ধরে পলাতক ছিলো।গতকাল সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তি করে জামায়াত নেতা ফারুখ হোসেনকে মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ এলাকায় একটি বাড়িতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। জামায়াত নেতা ফারুখ হোসেনের বাড়ি মিঠাপুকুর উপজেলার জয়রামপুর আনোয়ার গ্রামে বাবার নাম মৃত আব্দুস সাত্তার। এদিকে আজ মঙ্গলবার দুপুর ১ টার দিকে মিঠাপুকুর থানা পুলিশ কঠোর নিরাপত্তায় আসামী জামায়াত নেতা ফারুখ হোসেনকে রংপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ দেলোয়ার হোসেনের মিঠাপুকুর আমলী আদালতে হাজির করা হলে বিজ্ঞ াবচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এই বিভাগের আরও খবর