লালমনিরহাট বার্তা
বিহারে রেল দুর্ঘটনা, মৃত চার, আহত ১০০
ভয়েস অফ আমেরিকা | ১২ অক্টো, ২০২৩, ৬:২৪ AM
বিহারে রেল দুর্ঘটনা, মৃত চার, আহত ১০০

ভারতে আবার রেল দুর্ঘটনা। বিহারের বক্সারে রঘুনাথপুরের কাছে নর্থ ইস্ট এক্সপ্রেসের ছয়টি কামরা লাইনচ্যুত হয়। মৃত চার। এই দুর্ঘটনায় চারজন মারা গেছেন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। আহত হয়েছেন অন্তত একশজন।।

এই ট্রেনটি দিল্লি থেকে আসামের কামাখ্যায় যাচ্ছিল। রাত নয়টা ৩৫ মিনিটে এই দুর্ঘটনা ঘটে।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রাত দুইটা নাগাদ জানিয়েছেন, তারা দুর্ঘটনার কারণ খুঁজে বের করবেন। যাত্রীদের জন্য বিকল্প ট্রেন দেয়া হচ্ছে। উদ্ধারকাজ শেষ হয়েছে। সব কামরা খুঁজে দেখা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী কুমার চৌবে জানিয়েছেন, কেন্দ্রীয় ও রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গেছেন। আহতদের পাটনায় এইমসে ভর্তি করা হয়েছে।

বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব জানিয়েছেন, তিনি বক্সার ও ভোজপুরের জেলাশাসক, স্বাস্থ্য আধিকারিক ও অন্য কর্মকর্তাদের বলেছেন, উদ্ধার ও ত্রাণের কাজে ঝাঁপিয়ে পড়তে। অসম সরকারও দুই জেলার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রেখেছে।

গত জুন মাসে ওড়িশায় ট্রেন দুর্ঘটনার ফলে ২৭০ জন মারা গেছিলেন। তারপর আবার বক্সারে দুর্ঘটনা হলো।

এই বিভাগের আরও খবর