লালমনিরহাট বার্তা
দিনাজপুর জেলায় ১ হাজার ১৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
তথ্যবিবরণী | ১ মে, ২০২৪, ৫:৩৬ AM
দিনাজপুর জেলায় ১ হাজার ১৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় দিনাজপুর জেলার কাহারোল ও বিরামপুর উপজেলার মোট ১ হাজার ১৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) কাহারোল উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ কার্যক্রমের আওতায় কাহারোল উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের ৩০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে ৫ কেজি করে আউশ ধান বীজ, ১০ কেজি ডিএপি ও এমওপি সার প্রদান করা হয়। এ ছাড়া ২০০ জন কৃষকের মাঝে ১ কেজি করে উন্নত জাতের পাট বীজ এবং ৫০ জন কৃষকের মাঝে ১ কেজি করে পিঁয়াজ বীজ এবং ২০ কেজি করে ডিএপি ও এমওপি সার বিতরণ করা হয়।

একই কার্যক্রমের আওতায় বিরামপুর উপজেলায় ৬০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে ৫ কেজি করে আউশ ধান বীজ এবং ১০ কেজি করে সার প্রদান করা হয়েছে। বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন উপজেলা পরিষদ চত্বরে এসব বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের মাঝে এসব বীজ ও সার বিতরণ করা হয়।

এই বিভাগের আরও খবর