লালমনিরহাট বার্তা
রোকেয়া দিবস উপলক্ষে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা
রংপুর অফিস | ৯ ডিসে, ২০২১, ১১:১৪ AM
রোকেয়া দিবস উপলক্ষে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা
নারী জাগরণের পথিকৃৎ মহীয়সী নারী বেগম রোকেয়ার ১৪১তম জন্মদিন ও ৮৯তম প্রয়াণ দিবস উপলক্ষে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম রংপুর জেলার আয়োজনে সকাল ৯টায় বিনম্র শ্রদ্ধা জানিয়ে নগরের ইন্দ্রা মোড়ে রোকেয়া ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ ও ১০টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহিলা ফোরাম রংপুর জেলা সংগঠক গোলাপী বেগমের সভাপতিত্বে সভায় আলোচনা করেন বাসদ রংপুর জেলার আহ্বায়ক কমরেড আব্দুল কুদ্দুস, বাসদ সংগঠক প্রভাষক অমল সরকার, মহিলা ফোরামের সংগঠক রিনা মুরমু,নাজমিন নাহার, ছাত্রফ্রন্ট রংপুর নগর শাখার সভাপতি যুগেশ ত্রিপুরা প্রমুখ।
বক্তারা বলেন,আজ বাংলাদেশের বাস্তবতায় রোকেয়ার জীবন ও সংগ্রাম থেকে শিক্ষাগ্রহন করা যেকোন বিবেকবান মানুষ অনুভব করেন।মহান মুক্তিযুদ্ধে দেশ স্বাধীনের পর শাসকগোষ্ঠীর পুঁজিবাদী ধারায় দেশ স্বাধীন করায় আজও রোকেয়ার আর্দশ ও সংগ্রাম প্রতিষ্ঠা হয়নি।বক্তারা আরও বলেন, সারাদেশে অব্যাহত ভাবে নারী নির্যাতন যেমন চলছে তেমনি নারীর অধিকার প্রতিষ্ঠায় কার্যকর কোন পদক্ষেপ নেই। নাটক,সিনেমায়,বিজ্ঞাপনে নারীদের অশ্লীল ভাবে উপস্থাপন,কর্মক্ষেত্রে নারী-পুরুষের বৈষম্য বেড়েই চলেছে।এসকল বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে নারী সমাজকেই রোকেয়া আর্দশ সংগ্রামের শিক্ষা নিয়ে নারী মুক্তির আন্দোলনকে বেগবান করতে উদাত্ত আহবান জানান।
এই বিভাগের আরও খবর