লালমনিরহাট বার্তা
মওলানা ভাসানীর নেতৃত্বে ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট গঠন ও নির্বাচন-আলরুহী
বার্তা ডেস্ক | ১০ জুন, ২০২৩, ১১:৪৫ AM
মওলানা ভাসানীর নেতৃত্বে ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট গঠন ও নির্বাচন-আলরুহী

১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনে মওলানা ভাসানীর নেতৃত্বে অভূতপূর্ব বিজয় লাভ করেন। যুক্তফ্রন্ট ৩০০ আসনে তাদের প্রার্থী ঘোষণা করেন। ২৩৭ আসনের মধ্যে আওয়ামী মুসলিম লীগের সদস্যরা পান ২২৮টি। পাকিস্তান মুসলিম লীগ পায় মাত্র ৯টি আসন। এভাবে মুসলিম লীগের শোচনীয় পরাজয় ঘটে। ১৯৫৪ সালে ২৫ এপ্রিল বিজয়ীদের নিয়ে এক সভা এবং ৩ এপ্রিল ১৯৫৪ সালে ১৪ সদস্য বিশিষ্ট এক যুক্তফ্রন্ট মন্ত্রী সভা গঠিত হয়। কিন্তু যুক্তফ্রন্ট মন্ত্রীসভা শপথ গ্রহণের একমাসের মধ্যে পাকিস্তান কেন্দ্রীয় সরকার পূর্ব পাকিস্তান প্রাদেশিক সরকারকে দেশবিদ্রোহী আখড়া বলে বাতিল ঘোষণ করেন। এ সময় মওলানা ভাসানী বিশ্বশান্তি সম্মেলনে যোগদানের জন্য স্টক হোমে গিয়েছিলেন। পাকিস্তানের কেন্দ্রীয় সরকারে প্রধানমন্ত্রী জেঃ ইসকান্দার মির্জা ঘোষণা করেন মওলানা ভাসানী দেশে ফিরলে তাকে গুলি করে হত্যা করা হবে।(সূত্রঃ অনন্য মওলানা ভাসানী জীবন ও সংগ্রাম)

এই বিভাগের আরও খবর