লালমনিরহাট বার্তা
এখন ইন্ডাস্ট্রির বেড়ে ওঠা জরুরি: সুমন
ইত্তেফাক | ১০ জুন, ২০২৩, ১:০৬ PM
এখন ইন্ডাস্ট্রির বেড়ে ওঠা জরুরি: সুমন

এবিএম সুমনের এটি ষষ্ঠ ছবি। ছবির নাম ‘অন্তর্জাল’। দীপংকর দীপনের পরিচালনায় ঈদে মুক্তি পেতে যাচ্ছে দেশের প্রথম সাইবার থ্রিলারধর্মী ছবি ‘অন্তর্জাল’। ছবিতে তিনি ছাড়াও অভিনয় করেছেন সিয়াম, মীম সুনেরাহসহ অনেকে। নির্মাতা দীপংকর দীপন বলছেন, এটি মাল্টিকাস্টের বড় আয়োজনের ছবি।

ঢালিউডে মাল্টিকাস্ট ছবি একেবারে হয় না বললেই চলে। তবে চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করেন, মাল্টিকাস্টের ছবি হলে সব তারকার অনুসারীরা সেই ছবি দেখতে প্রেক্ষাগৃহে ভিড় করবেন। তবে অনেকেই মনে করেন, পর্দায় অনেক সময় দৃশ্য কমবেশি থাকা নিয়ে শিল্পীদের সমস্যা তৈরি হয়। এ কারণে এই ধাঁচের ছবি অনেকেই করতে চান না। তবে অন্তর্জালের বেলায় এমনটা ঘটেনি বলেই জানালেন এর তারকারা।

এবিএম সুমন বলেন, ‘দেখুন, প্রত্যেকেরই কম বেশি ফ্যান-ফলোয়ার আছে। তাই মাল্টিকাস্টিংয়ে এক ধরনের বেনিফিট আছে। আর দীপন দার কাজে গল্পের গাঁথুনি চমত্কার থাকে, সেটি এর আগেও দর্শকেরা দেখেছেন। ছবিটি আমাদের সকলের। তাই টিম অন্তর্জাল হিসেবেই আমরা ক্যাম্পেইন করছি।’

‘অন্তর্জাল’ বড় বাজেটের সিনেমা। এমন বড় বাজেটের আরও বেশ কয়েকটি ছবি মুক্তি পাবে ঈদে। সব মিলিয়ে আসন্ন ঈদে ৯টির মতো সিনেমা মুক্তির লাইনে রয়েছে।

এত ছবি একসাথে মুক্তি প্রসঙ্গে এবিএম সুমন বলেন, ‘বিপণেনর দিকটা ছবিগুলোর সকল প্রযোজক একসাথে বসে একটি সিদ্ধান্তে আসতে পারে। কারণ আমি চাই ঈদের সব ছবি ব্যবসা করুক। দেখুন, এখন ইন্ডাস্ট্রির বেড়ে ওঠা জরুরি। অনেকগুলো ছবি পরপর হিট হওয়া প্রয়োজন। আমাদের দর্শক প্রচুর। আমরা বাঙালি সিনেমা পাগল। তাদের ভালো গল্পের প্রতি আলাদা টান সবসময়। তাই তাদেরকে শুধু খানিকটা সুন্দরভাবে লালন করা প্রয়োজন। আমি মনে করি, অন্তর্জাল ছবিটি দারুণভাবে দর্শকদের হলে টানবে।’

এই বিভাগের আরও খবর