লালমনিরহাট বার্তা
বান্দরবানের পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে- ওবায়দুল কাদের
বার্তা ডেস্ক | ৬ এপ্রি, ২০২৪, ৯:০৫ AM
বান্দরবানের পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে- ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বান্দরবানের রুমা ও থানচিতে তিন ব্যাংকে ডাকাতি, পুলিশ-আনসারের অস্ত্র লুট, থানায় হামলা এবং ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনার পর এখন পাহাড়ে যৌথ অভিযান চলছে। 

শনিবার (৬ এপ্রিল) সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাসেক সড়ক সংযোগ প্রকল্প-২ (এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়ক) এর আওতায় নির্মিত ৫টি ফ্লাইওভার যানবাহন চলাচলের জন্য উন্মুক্তকরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আশা করি পাহাড়ের পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে। পাহাড়ে বিচ্ছিন্নভাবে ঘটনা ঘটছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, গোটা পাহাড় অশান্ত হওয়ার কোন কারণ নেই। হঠাৎ করে কেন এমন ঘটনা তার তদন্ত চলছে। পরিস্থিতির আর যেন অবনতি না হয় সেজন্য যৌথ অভিযান চলছে।

তিনি আরও বলেন, এরা সন্ত্রাসী। এদের মদদ দেওয়া হচ্ছে বলে মনে করি না। জোর তদন্তে সবই বেরিয়ে আসবে।

এই বিভাগের আরও খবর