লালমনিরহাট বার্তা
মওলানা ভাসানীর আওয়ামী লীগ থেকে পদত্যাগ-আলরুহী
বার্তা ডেস্ক | ২২ জুন, ২০২৩, ৮:৪৭ AM
মওলানা ভাসানীর আওয়ামী লীগ থেকে পদত্যাগ-আলরুহী

পূর্র্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী আতাউর রহমান খানের নেতৃত্বে সোহরাওয়ার্দীর অনুসারীরা স্বায়ত্বশাসনের প্রস্তাব উত্থাপনে বিলম্ব ও একুশ দফা বাস্তবায়নে বিলম্ব ও খাদ্য সংকটের সমাধানে ব্যর্থতার প্রতিবাদে আওয়ামী লীগের সভাপতি মওলানা ভাসানী ১৮ মার্চ ১৯৫৭ সালে সভাপতির পদ থেকে পদত্যাগ করেন। পদত্যাগ পত্রটি তিনি আওয়ামী লীগ নেতা অলি আহাদের হাতে দেন। অলি আহাদ পদত্যাগ পত্রটি সাংবাদিক জুহুর হোসেন চৌধুরীর কাছে দিলে তিনি তা সংবাদ পত্রিকায় প্রকাশ করেন। পদত্যাগ করলেও মওলানা ভাসানী স্বায়ত্বশাসনের দাবিকে এগিয়ে নিতে থাকেন। তিনি বলেন উভয় পাকিস্তানের সংহতি ও মিলন নির্ভর করে একমাত্র আঞ্চলিক শায়ত্ব শাসনের উপর। আঞ্চলিক স্বায়ত্বশাসন ব্যতীত সাড়ে চার কোটি বাঙালির অর্থনৈতিক রাজনৈতিক সমাজ জীবনের মুক্তি অসম্ভব।

(গ্রন্থ:-অনন্য মওলানা ভাসানী জীবন ও সংগ্রাম)

এই বিভাগের আরও খবর