লালমনিরহাট বার্তা
লালমনিরহাটে সাহিত্য মেলা উদ্বোধন
স্টাফ রিপোর্টারঃ | ২৯ অক্টো, ২০২২, ৯:০৯ AM
লালমনিরহাটে সাহিত্য মেলা উদ্বোধন

বাংলা একাডেমির সমন্বয়ে জেলা পর্যায়ে সাহ্যিতিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে সংস্কৃতিক মন্ত্রণালয়ের পৃষ্টপোষকতায় লালমনিরহাট জেলা প্রশাসনের বাস্তবায়নে ২ দিন ব্যাপী জেলা সাহিত্য মেলার উদ্বোধন করেন সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

র‌্যালী শেষে জেলা প্রশাসক কতৃক জাতীয় পতাকা উত্তলন 
র‌্যালী শেষে জেলা প্রশাসক কতৃক জাতীয় পতাকা উত্তলন 

গতকাল ২৯ অক্টোবর জেলা মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ প্রাঙ্গণ থেকে র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ অডিটরিয়ামে শেষ হয়। সেখানে জেলা প্রশাসক আবু জাফরের সভাপতিত্বে অুষ্ঠিত প্রবন্ধ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মাদ সাইফুল ইসলাম, সংস্কৃতিক মন্ত্রণালয়ের উপ-সচিব আহমেদ শিবলী, বঙ্গবন্ধু শিক্ষা গবেষনা পরিষদ, রংপুর এর সভাপতি প্রফেসর মোজাম্মেল হক, ক্যাপ্টেন (অব:) আজিজুল হক বীর প্রতীক, সদর উপজেলা চেয়ারম্যান কামুরজ্জামান সুজন, লালমনিরহাট সাহিত্য পরিষদের সাধারন সম্পাদক এ্যাড. বাদল আশরাফ, কবি ও সাহিত্যিক ফেরদৌসি বেগম বিউটি প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন বাংলা একাডেমির উপ-পরিচালক আব্দুল্লাহ আল ফারুক।

এতে লালমনিরহাট জেলার ৫ উপজেলা থেকে কবি, সাহিত্যিক,প্রাবান্ধিক, লেখক, সাংস্কৃতিক র্কমীরা অংশগ্রহণ করেন।

এই বিভাগের আরও খবর