যুদ্ধে যাব মাগো আমি যুদ্ধে এবার যাব
এদেশটাকে স্বাধীন করে মুক্তি যোদ্ধা হব ।
খান সেনারা করছে যখন বাঙালী নিধন
শেখ মুজিবর ডাকদিল তাই মুক্তির আন্দোলন।
রাজাকার আর খান সেনারা বাঙালী জাতির পরে
রক্ত নিল, ইজ্জত নিল, আগুন দিল ঘরে।
স্বামীর সামনে স্ত্রীকে করেছে ধর্ষণ,
পিতার সামনে কন্যার ইজ্জত করিল হরণ।
খান সেনাদের অত্যাচারে ছাড়লাম ঘর ও বাড়ী
জীবন রক্ষার তরে মোরা ধরলাম ভারত পাড়ি।