লালমনিরহাট বার্তা
২০৩০ সালের মধ্যে এইডস নির্মূল সম্ভব: জাতিসংঘ
ইত্তেফাক | ১৫ জুল, ২০২৩, ১:২৯ PM
২০৩০ সালের মধ্যে এইডস নির্মূল সম্ভব: জাতিসংঘ

২০৩০ সালের মধ্যে প্রাণঘাতী এইডস রোগ নির্মূল করা সম্ভব, যদি বিশ্বের দেশগুলো এই রোগপ্রতিরোধ এবং নিরাময়ে বিনিয়াগের রাজনৈতিক সদিচ্ছা দেখায় এবং বৈষম্যহীন আইন চালু করে। এমনটি জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘের এইডস কর্মসূচি ইউএনএইডস জানিয়েছে, ২০২২ সালে বিশ্বে আনুমানিক ৩ কোটি ৯০ লাখ মানুষ এইচআইভি আক্রান্ত ছিল। চিকিত্সা না হলে এইচআইভি এইডস রোগে রূপ নিতে পারে।

বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে ইউএনএইডস জানায়, যে দেশগুলো জনগণকেই প্রথমে রাখার দৃঢ় রাজনৈতিক প্রতিশ্রুতি দিয়েছে, তাদের নেতৃত্ব অনুসরণ করে চললে আমাদের জন্য এর সমাধান আছে।

তাছাড়া, এইচআইভি নির্মূলে কার্যকরভাবে সাড়া দেওয়া বলতে অন্যান্য নানা উদ্যোগের মধ্যে বৈষম্যহীন আইন চালু এবং কমিউনিটি নেটওয়ার্ক আরো ক্ষমতাশালী করাকে বোঝায়। অনেক দেশেই এইচআইভি কিংবা এইডস আক্রান্তরা কলঙ্ক, বৈষম্য এবং সহিংসতার শিকার হয়।

প্রতিবেদনে বলা হয়, পূর্ব এবং দক্ষিণ আফ্রিকার মতো যেসব দেশ এবং অঞ্চলে সবচেয়ে বেশি অর্থনৈতিক বিনিয়োগ হয়েছে, সেখানে অনেক ভালো অগ্রগতিও হয়েছে।

এই বিভাগের আরও খবর