লালমনিরহাট বার্তা
পশ্চিম তীরে ইসরায়েলের গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত
বার্তা ডেস্ক | ২৮ মার্চ, ২০২৪, ৫:৩৪ AM
পশ্চিম তীরে ইসরায়েলের গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত

দখলকৃত পশ্চিম তীরে অভিযানের নামে ইসরায়েলি বাহিনীর আরও হামলা-ধরপাকড় বেড়েছে। জেনিনে গুলিতে প্রাণ গেছে কমপক্ষে ৩ জনের।

২৭ মার্চ ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এমনটা জানিয়েছে ফ্রান্স টোয়েন্টি ফোর।

এ ঘটনায় আহত হয় আরও ৪ জন। ২৭ মার্চ জানাজা ও কবর দেয়া হয় নিহতদের। পূর্ব জেরুজালেমসহ একাধিক এলাকায় চালানো হয় সাঁড়াশি অভিযান। শরণার্থী শিবিরগুলোয় বাড়ি বাড়ি গিয়ে চলে তল্লাশি। আটক করা হয় অনেককে। পূর্ব জেরুজালেমে আটক করা হয় দুই ভাইকে। হেবরন, সালফিত, কালকিলিয়ায় নিরীহ ফিলিস্তিনিদের ওপর চলে হামলা। বেথলেহেমেও ধরপাকড় চালায় ইসরায়েলি সেনারা।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবরের পর ইসরায়েলের হামলায় গাজায় নিহত হয়েছেন প্রায় ৩২ হাজার পাঁচশ। আহত হয়েছেন ৭৪ হাজার ৭৮৭ জন। গাজায় তেল আবিবের চলমান আগ্রাসন শুরুর পর অভিযান জোরদার করা হয় পশ্চিম তীরেও।

এই বিভাগের আরও খবর