লালমনিরহাট বার্তা
ফ্রান্স ও ইতালি সফরে যাচ্ছেন বাইডেন ও জেলেনস্কি
বাসস | ৫ জুন, ২০২৪, ৮:৪২ AM
ফ্রান্স ও ইতালি সফরে যাচ্ছেন বাইডেন ও জেলেনস্কি

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি চলতি সপ্তাহে ফ্রান্সের নরমান্ডিতে সাক্ষাত করবেন।

এরপর ইতালিতে জি-সেভেনের বৈঠকে আবারো উভয়ের বৈঠক হবে। এ সময়ে তারা রাশিয়ার বিরুদ্ধে কিয়েভের যুদ্ধ নিয়ে আলোচনা করবেন।

হোয়াইট হাউস মঙ্গলবার এ কথা জানিয়েছে।

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সাংবাদিকদের বলেছেন, চলতি সপ্তাহে নরমান্ডিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডি-ডে’র ৮০ তম বার্ষিকীতে বাইডেন জেলেনস্কির সাথে বসার সুযোগ পাচ্ছেন।

তিনি বলেন, এ সময়ে তিনি ইউক্রেনের পরিস্থিতি এবং দেশটিকে আমরা কীভাবে আরো নিবিড় ও অব্যাহতভাবে সাহায্য করতে পারি তা নিয়ে কথা বলবেন।

এছাড়া আগামী ১৩ থেকে ১৫ জুন ইতালির বারি শহরে জি- সেভেনের যে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে সেখানেও উভয় নেতা বৈঠক করবেন।

সুলিভান বলেন, সুতরাং এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে বাইডেন প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে দ’ুদফা বৈঠক করবেন।

এদিকে জি-সেভেনের বৈঠকের পরই সুইজারল্যান্ডে লুসার্নে ইউক্রেনের যে সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে তাতে বাইডেন যোগ দিচ্ছেন না।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং সুলিভান সুইস সম্মেলনে যোগ দেবেন।

এই বিভাগের আরও খবর