লালমনিরহাট বার্তা
চলতি বছর ইরানে ৪শ’ জনেরও বেশি লোকের মৃত্যুদন্ড কার্যকর: জাতিসংঘ
বার্তা অনলাইন ডেস্ক | ৪ সেপ, ২০২৪, ৯:৪৬ AM
চলতি বছর ইরানে ৪শ’ জনেরও বেশি লোকের মৃত্যুদন্ড কার্যকর: জাতিসংঘ

 ইরানে গত আগস্টে ৮১ জনের মৃত্যুদন্ড কার্যকর হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ বিশেষজ্ঞরা। চলতি বছরের এই পর্যন্ত দেশটিতে মোট ৪শ’ জনের মৃত্যুদন্ড কার্যকর করা হয়।জাতিসংঘের ১১টি বিশেষজ্ঞদের একটি গ্রুপ এক বিবৃতিতে বলেছে, শুধুমাত্র আগস্ট মাসে ইরানে কমপক্ষে ৮১ জনকে হত্যা করা হয়েছে। যা ছিল জুলাই মাসের চেয়ে ৪৫ জনেরও বেশি।

তারা বলেছেন, ২০২৪ সালের শুরু থেকে মৃত্যুদন্ড কার্যকরের সংখ্যা ৪শ’রও বেশি। এর মধ্যে ১৫ জন মহিলাও রয়েছেন।জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল কর্তৃক নিযুক্ত বিশেষজ্ঞরা বলেন, ‘মৃত্যুদ- কার্যকরের সংখ্রা দ্রুত বৃদ্ধিতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।’অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ মানবাধিকার গোষ্ঠীগুলোর মতে, চীন ছাড়া অন্য যে কোনও দেশের তুলনায় ইরান প্রতি বছর বেশি লোকের মৃত্যুদন্ড কার্যকর করে।ইরানের মানবাধিকার পরিস্থিতি এবং বিচারবহির্ভূত, সংক্ষিপ্ত এবং নির্বিচারে মৃত্যুদন্ডের বিষয়ে জাতিসংঘের বিশেষজ্ঞরা বলেছেন, গত মাসে ৪১টি মৃত্যুদ- কার্যকর হয়েছে মাদক অপরাধে দোষী সাব্যস্ত ব্যক্তিদের।তারা বলেছেন, ‘মাদক অপরাধের জন্য মৃত্যুদন্ড আন্তর্জাতিক মানদন্ড লঙ্ঘন করে।বিশেষজ্ঞরা ২০২১ সাল থেকে ইরানে মাদক সংক্রান্ত অপরাধের জন্য মৃত্যুদন্ডের উল্লেখযোগ্যহারে বৃদ্ধির জন্য দুঃখ প্রকাশ করেছেন। শুধুমাত্র গত বছর ৪শ’জনের বেশি ও লোকের মাদক সংক্রান্ত মামলায় মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে।  

এই বিভাগের আরও খবর