লালমনিরহাট বার্তা
প্যারিসে ছুরি হামলায় আহত অনেক
বার্তা ডেস্ক | ১২ জানু, ২০২৩, ৫:২৬ AM
প্যারিসে ছুরি হামলায় আহত অনেক

ফ্রান্সের রাজধানী প্যারিসের অন্যতম ব্যস্ত ট্রেন স্টেশন গার দ্যু নর্দে এক ব্যক্তি ছুরি নিয়ে হামলা চালিয়েছে। হামলাকারীকে নিরস্ত্র ও আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সময় ভোর ৬টা ৪০ মিনিটের দিকে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে ফরাসি গণমাধ্যম। গার দ্যু নর্দ থেকে উত্তর ফ্রান্স ছাড়াও বেলজিয়াম, জার্মানি ও নেদারল্যান্ডসেও ট্রেন চলাচল করে। পুলিশ জানিয়েছে, নিরস্ত্র ও আটক করার আগে হামলাকারী বেশ কয়েকজনকে আহত করেছেন। ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী গেরার্দ ডারমানিন দ্রুত ব্যবস্থা নেয়ায় পুলিশকে ধন্য়বাদ জানিয়েছেন।

ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, আক্রান্তদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও ছিলেন। তবে বুলেটপ্রুফ জ্যাকেটের কারণে এই পুলিশ সদস্য গুরুতর আহত হননি। তবে একজন যাত্রী ছুরি হামলায় গুরুতর আহত হয়েছেন, তার চিকিৎসা চলছে। এই ঘটনার ফলে কিছুক্ষণের জন্য স্টেশনটিতে রেল চলাচল বন্ধ ছিল বলে জানিয়েছে রেল অপারেটর এসএনসিএফ। ঠিক কতজন এই হামলায় আহত হয়েছেন, তা জানায়নি কর্তৃপক্ষ। তবে ফরাসি গণমাধ্যম বিএফএম টিভি অন্তত ছয় জন আহত হয়েছেন জানিয়ে সংবাদ প্রকাশ করেছে। হামলার কারণ সম্পর্কেও কিছু জানায়নি পুলিশ। তিন সপ্তাহ আগেই প্যারিসের কেন্দ্রস্থলে অবস্থিত কুর্দিশ কালচারাল সেন্টারে এক বন্দুকধারী হামলা চালিয়ে তিন জনকে হত্যা করে। একটি রেস্টুরেন্ট ও সেলুনে হামলায় আহত হন কয়েকজন। বর্ণবাদী চিন্তা থেকেই এই হামলার ঘটনা ঘটেছিল বলে জানিয়েছিল কর্তৃপক্ষ। (সুত্র:ইত্তেফাক)

এই বিভাগের আরও খবর