লালমনিরহাট বার্তা
লালমনিরহাটে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষক সমাবেশ
স্টাফ রির্পোটার: | ৫ অক্টো, ২০২২, ১:৫৩ PM
লালমনিরহাটে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষক সমাবেশ

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে লালমনিরহাট জেলা শিক্ষক সমিতি আয়োজিত  শিকক্ষ সমাবেশ অনুষ্ঠিত হয়।বুধবার ৫ অক্টোবর তুষভান্ডারস্থ  করিম উদ্দিন আহমেদ অর্ডিটরিয়ামে  জেলা শিক্ষক সমিতির সভাপতি ও  কালীগঞ্জ করিম উদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুজ্জামান আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি।

বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালে সংযুক্ত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য  মোঃ হামিদুর রহমান,বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা দপ্তরের রংপুর অঞ্চলের উপপরিচালক মো: আখতারুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জেলা শিক্ষক সমিতির সভাপতি খুরশীদুজ্জামান আহমেদ।

বক্তব্য রাখেন, হাতীবান্ধা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ মজিবর রহমান, আদিতমারী উপজেলা শিক্ষক সমিতির সভাপতি কামরুল ইসলাম কাজল, লালমনিরহাট  উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ খায়রুজ্জামান , হাতীবান্ধা উপজেলার সাবেক সভাপতি নুরুজ্জামান মিয়া, সাবেক জেলা শিক্ষক সমিতির সভাপতি সেকেন্দার আলী,জেলা শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ মনির উদ্দিন, জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, যুব লীগ সভাপতি রেফাজ রাঙ্গা, প্রেসক্লাব সভাপতি আমিরুল ইসলাম হেলাল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর রংপুর অঞ্চল, রংপুরের উপ- পরিচালক মোঃ আক্তারুজ্জামান।

হামিদুর রহমান বলেন, শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রীয়ভাবে ও সকমাজিকভাবে দিতে হবে।পাশাপাশি শিক্ষকদেরকে বহুমাত্রিকভাবে গড়ে তুলতে হবে। শিক্ষক হচ্ছেন শিক্ষার্থীদের  সহায়তাকারী। জকতির পিতা বঙ্গবন্ধু শেখ   মুজিবুর রহমান শিক্ষকদের যে ভাবে গড়ে তুলতে চেছিলেন তা বাস্তবায়ন করতে হবে। বর্তমান যুগে ডিজিটাল প্লাটফর্মে শিক্ষকদের  প্রশিক্ষণের মাধ্যমে মজবুত করে  গড়ে তুলতে হবে। স্মাট প্রযুক্তির মাধ্যমে  বিশ্বে সাথে বাংলাদেশকে  তাল মিলিয়ে চলতে হবে। জনসম্পদকে জনশক্তিকে রূপান্তর করে দেশকে গড়ে তোলার সবার চেয়ে গুরুত্বপূর্ণ  ভুমিকা রাখতে পারবেন শিক্ষক সমাজ।  শিক্ষকরা  দেশ গড়ার চ্যালেঞ্জিং কাজ করতে পারেন, তবে তাদের বিভিন্ন সুবিধা দেতে হবে।

সমাজকল্যাণ মন্ত্রী বলেন, শিক্ষকরা আদর্শ পেশায় নিজেকে উদ্ভাসিত করে দেশের জন্য দেশের মানুষের জন্য কাজ করছেন। তিঁনি বলেন, যারা দেশের স্থপতিকে হত্যা করে, দেশের স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, যারা মিথ্যাচার করে স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করে পাকিস্তানি আদলে দেশকে নিতে চায় তাদের বিরুদ্ধে শিক্ষক সমাজকে এগিয়ে আসতে হবে।  জননেত্রী শেখ হাসিনা যুগোপযোগী শিক্ষা বিস্তারে  বছরের প্রথম দিনে ৩৫ কোটি বই বিনামূল্যে শিশুদের হাতে তুলে দিয়ে নজির স্থাপন করেছেন।শেখ হাসিনা, মঙ্গা, বন্যা পিড়ীত পিছিয়ে পড়া  দেশকে উন্নায়নের রোল মডেলে পরিনত করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। 

এই বিভাগের আরও খবর