লালমনিরহাট বার্তা
গঙ্গা অববাহিকায় পানি ব্যবস্থাপনা ফিরে দেখা - শমশের আলী
বিশেষ প্রতিনিধি | ২১ জুল, ২০২৩, ১১:২৮ AM
গঙ্গা অববাহিকায় পানি ব্যবস্থাপনা ফিরে দেখা - শমশের আলী

বিগত কয়েক দশকে গঙ্গা অববাহিকার নিম্নাংশে বাংলাদেশের বরেন্দ্রে এলাকায় খরা ও পানির স্বল্পতা বৃদ্ধি পেয়েছে। যার ফলে, এতদাঞ্চলে কৃষি, মৎস্য, পরিবেশ ও মানবদেহের উপর বিরুপ প্রভাব বৃদ্ধি পেয়েছে। সাধারণ মানুষের জীবনযাত্রা অনেকখানী অসহনীয় পর্যায়ে। উপরন্তু, ভূগর্ভস্থ্য পানির ব্যবহার বৃদ্ধি পাওয়ায়, ভূগর্ভস্থ্য পানির স্তর অনেক নিচে নেমে এসেছে, যা ভূমিকম্পসহ প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি অনেক বেড়েছে। গত বছর রাজশাহীর কৃষি কাজে পানি সরবরাহ যথাসময়ে না পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ২জন কৃষক আত্নহত্যা করতে বাধ্য হয়েছে।

গঙ্গা অববাহিকার ব্যবস্থাপনা, বরেন্দ্র অঞ্চলের খরা ও তার নেতিবাচক প্রভাব মোকাবেলায় আমাদের করনীয় বিষয়ে আলোচনার জন্য ৩য় বারের মত খরা সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২২ জুলাই ২০২৩ তারিখ সকাল ১০ টা থেকে দিনব্যাপী এই সম্মেলন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ড. এমএ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনে অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মোহাম্মদ শাহরিয়ার আলম, প্রতিমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয়; সাবের হোসেন চৌধুরী, এমপি; ফজলে হোসেন বাদশা, এমপি; ওমর ফারুক চৌধুরী, এমপি; নাহিম রাজ্জাক, এমপি; প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার, উপচার্য্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়; প্রফেসর চৌধুরী মো: সারওয়ার জাহান, রাজশাহী বিশ্ববিদ্যালয়; ড. মোহাম্মদ তানজিম উদ্দিন খান, ঢাকা বিশ্ববিদ্যালয়; ফারাহ্ করিব, কান্ট্রি ডিরেক্টর, একশনএইড বাংলাদেশ এবং আলোচক হিসাবে উপস্থিত থাকবেন দেশিয় ও আন্তর্জাতিক পর্যায়ের পরিবেশ ও পানি বিশেষজ্ঞগণ।

এই বিভাগের আরও খবর