লালমনিরহাট বার্তা
বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্রে ইসরায়েলী হামলা: নিহত ১২
বাসস | ২৭ মার্চ, ২০২৪, ৬:৫১ AM
বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্রে ইসরায়েলী হামলা: নিহত ১২

গাজার দক্ষিণাঞ্চলে বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্রে ইসরায়েলী হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছে। ইসরায়েল মঙ্গলবার এ হামলা চালায়।

হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, পশ্চিম খান ইউনুস শহরের কাছে উপকূলীয় আল মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত লোকদের তাঁবুতে ইসরায়েলী বিমান হামলায় শিশুসহ ১২ জন শহীদ হয়েছে।

এ বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, তারা বিষয়টি খতিয়ে দেখছে। অবরুদ্ধ গাজা উপত্যকার ভূমধ্যসাগরীয় উপকূল আল মাওয়াসিতে বাস্তুচ্যুত হাজার হাজার ফিলিস্তিনী আশ্রয় নিয়েছে। প্রায় ছয়মাসের ইসরায়েল হামাস যুদ্ধে বাস্তুচ্যুত এসব ফিলিস্তিনী তাঁবুতে বসবাস করছে।

এই বিভাগের আরও খবর