লালমনিরহাট বার্তা
এক বছরে রংপুর বিভাগের ৯২৫ জন খাদ্য ব্যবসায়ীকে প্রশিক্ষণ প্রদান
তথ্যবিবরণী | ১২ জুল, ২০২৪, ৭:৩৮ AM
এক বছরে রংপুর বিভাগের ৯২৫ জন খাদ্য ব্যবসায়ীকে প্রশিক্ষণ প্রদান

২০২৩-২০২৪ অর্থবছরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে রংপুর বিভাগে ৯২৫ জন খাদ্য ব্যবসায়ীকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষণ গ্র্রহণকারী ব্যবসায়ীদের মধ্যে রংপুর জেলার ৩০০ জন, দিনাজপুর জেলার ৭০ জন, কুড়িগ্রাম জেলার ৭০ জন,  লালমনিরহাট জেলার ৭০ জন, গাইবান্ধা জেলার ৭০ জন, ঠাকুরগাঁও জেলার ১৭০ জন, পঞ্চগড় জেলার ১০৫ জন এবং নীলফামারী জেলার ৭০ জন। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের রংপুর বিভাগের আট জেলা কার্যালয় ও রংপুর মেট্রোপলিটন কার্যালয় খাদ্য ব্যবসায়ীদের এই প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করে। প্রশিক্ষণে স্বাস্থ্যসম্মত খাদ্য গ্রহণ, খাদ্য নিরাপদ রাখার কৌশল, নিরাপদ খাদ্য-বিষয়ক প্রাথমিক তথ্য, খাদ্য ক্রয়ের ক্ষেত্রে সতর্কতা, খাদ্য প্রস্তুত ও সংরক্ষণে করণীয়, বেকারি পণ্য মোড়কীকরণ-সহ খাদ্য-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।  বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের রংপুর জেলা কার্যালয়-সূত্রে এসব তথ্য জানা যায় ।

এই বিভাগের আরও খবর