লালমনিরহাট বার্তা
লালমনিরহাট জেলা পরিষদের নির্বাচনে নির্বাচিত হলেন যারা
বার্তা ডেস্কঃ | ১৮ অক্টো, ২০২২, ৪:৩৯ AM
লালমনিরহাট জেলা পরিষদের নির্বাচনে নির্বাচিত হলেন যারা

লালমনিরহাট জেলা পরিষদের নির্বাচনে একক প্রার্থী মনোনয়ন দাখিল করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের এ্যাড. মতিয়ার রহমান চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এছাড়াও জেলা পরিষদ নির্বাচনে বিজয়ী সদস্যরা (সদর) সদস্য পদে তাহমিদ ইসলাম বিপ্লব বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।

গতকাল সোমবার (১৭ অক্টোবর) জেলার ৫ উপজেলার ১১ কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলে দুপুর ২টা পর্যন্ত। সবকটি কেন্দ্রেই ইভিএমের মাধ্যমে ভোট নেওয়া হয়। ভোটগ্রহণ চলাকালে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এই নির্বাচনে সাধারণ সদস্য পদে ১৫ জন প্রতিদ্বন্দ্বীর মধ্যে ৪ জন নির্বাচিত হয়েছেন। এর মধ্যে সদরের ৫ নং ওয়ার্ডে ( লালমনিরহাট সদর উপজেলা) সদস্য পদে তাহমিদ ইসলাম বিপ্লব বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। আর সংরক্ষিত সদস্য ৭জন প্রার্থীর মধ্যে লালমনিরহাট-১/২ আসনে ২ জন বিজয় হয়েছেন।

জেলা পরিষদ নির্বাচনে বিজয়ী সদস্যরা হলেন, ১ নং ওয়ার্ডে ( পাটগ্রাম উপজেলা) ফরহাদ হোসেন লিটন, ২ নং ওয়ার্ডে (হাতীবান্ধা উপজেলা) মনোয়ার হোসেন, ৩ নং ওয়ার্ডে (কালীগঞ্জ উপজেলা) মোজাম্মেল হক, ৪ নং ওয়ার্ডে ( আদিতমারী উপজেলা) মনছুর আলী।

এর আগে লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান পদে অ্যাড. মতিয়ার রহমান ও ৫ নং ওয়ার্ডে ( লালমনিরহাট সদর উপজেলা) সদস্য পদে তাহমিদ ইসলাম বিপ্লব বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।

এই বিভাগের আরও খবর