লালমনিরহাট বার্তা
রংপুরে হরিজন সম্প্রদায়ের নারী পুরুষ ও শিশুরা ১০ দফা দাবীতে বিক্ষোভ সমাবেশ
রংপুর অফিসঃ | ২ অক্টো, ২০২১, ১২:৫৪ PM
রংপুরে হরিজন সম্প্রদায়ের নারী পুরুষ ও শিশুরা ১০ দফা দাবীতে বিক্ষোভ সমাবেশ
হরিজন জনগোষ্ঠির নাম বাংলাদেশ গেজেটে যুক্ত করন, সরকারী প্রতিষ্ঠানে প্রকৃত হরিজনদের সরকার ঘোষিত শতকরা ৮০ ভাগ কোটা কার্যকর সহ ১০ দফা দাবিতে আজ শনিবার দুপুরে শত শত হরিজন সম্প্রদায়ের নারী পুরুষ ও শিশুরা বিভাগীয় নগরী রংপুরে বিক্ষোভ ও রংপুর টাউন হলে সমাবেশ করেছে। হরিজন অধিকার আদায় সংগঠন রংপুরের উদ্যেগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে রংপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে কয়েকশ হরিজন অংশ নেয়।
এর আগে শনিবার দুপুর সাড়ে বারটার দিকে রংপুর টাউন হল চত্বর থেকে হরিজনরা দশ দফা দাবি আদায়ের লক্ষে বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক ঘুরে আবারো টাউন হল চত্বরে ফিরে আসে। সেখানে অনুষ্ঠিত হয়। সমাবেশে হরিজন অধিকার আদায় সংগঠনের সভাপতি সুরেশ বাশফোরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন নারী নেত্রী ইরা হক, মৌসুমী সরকার রীতা, হরিজন নেতা লিটন বাশফোর, সরৎ বাশফোর , খুমরি লাল সহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশে হরিজন সম্প্রদায় অভিযোগ দেশ স্বাধিনতার সূবর্ন জয়ন্তি উদযাপন করছে অথচ দীর্ঘ ৫০ বছরেও পিছিয়ে পড়া হরিজন জনগোষ্ঠির নাগরিক অধিকার ও মানবিক মর্যাদা প্রতীষ্ঠা পায়নি। স্বাধীন দেশে এখনও হরিজনদের পেশার কারনে লাঞ্চিত ও ভেষম্যের শিকার হতে হচ্ছে। সমাবেশে ১০ দফা দাবি মেনে নেবার জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়।
এই বিভাগের আরও খবর