লালমনিরহাট বার্তা
আদিতমারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
স্টাফ রিপোর্টারঃ | ১৩ অক্টো, ২০২২, ১০:৩৬ AM
আদিতমারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

দুর্যোগের আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা"এই প্রতিপাদ্য বিষয় নিয়ে লালমনিরহাটের আদিতমারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে আদিতমারী উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বনাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রার নেতৃত্ব দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এম,পি। শোভাযাত্রা শেষ হয়ে উপজেলা পরিষদ চত্বরে দিবসের তাৎপর্য তুলে ধরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহড়া প্রদর্শিত হয়।আদিতমারী উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের যৌথ আয়োজনে এক আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জি,আর সারোয়ারের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মফিজুল ইসলামের সঞ্চালনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এম,পি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস। এসময় বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মোল্লা, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান চিত্র রঞ্জন বর্মন প্রমুখ।

এই বিভাগের আরও খবর