লালমনিরহাট বার্তা
লালমনিরহাটে বন্যা পরিস্থিতির উন্নতি
স্টাফ রিপোর্টার | ৮ জুল, ২০২৪, ২:২৬ PM
লালমনিরহাটে বন্যা পরিস্থিতির উন্নতি

লালমনিরহাট উজানের পাহাড়ি ঢল আর কয়েক দিনের টানা ভারি বৃষ্টিতে তিস্তা নদীর পানি প্রবাহ বেড়ে লালমনিরহাটে স্বল্প বন্যার দেখা দেয়। তবে তা সোমবার সকাল থেকে পানি কমতে থাকায় বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে।তিস্তা ব্যারাজ বন্যা সতর্কীকরণ কেন্দ্র জানায়, ডালিয়া পয়েন্টে তিস্তার পানি প্রবাহ টানা তিন দিন ধরে বিপদসীমার ১০ থেকে ১৩ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হলেও সোমবার সকাল থেকে তা কমতে শুরু করেছে। সোমবার সকাল ৬টায় পানির প্রবাহ ছিল বিপৎসীমার ১৩ সেন্টিমিটার নিচে এবং সকাল ৯টায় আরও কমে গিয়ে তা বিপৎসীমার ২৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। বিকাল ৩ টায়   হাতীবান্ধা উপজেলার দোয়ানীতে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয় ৫১ দশমিক ৮০ মিটার। (স্বাভাবিক ৫২ দশমিক ১৫ মিটার) যা বিপদ সীমার ৩৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও তিস্তার তীরবর্তী নিম্নাঞ্চল থেকে এখনো পানি সরেনি। এখনো নিম্নাঞ্চলের বাড়িঘরে মানুষ পানিবন্ধী হয়ে আছে। তলিয়ে আছে অনেক রাস্তাঘাট।লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ড এর  নির্বাহী প্রকৌশলী সুনীল রায় জানান, সকাল থেকে তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ কমতে শুরু করেছে।  ধীরে ধীরে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। 

এই বিভাগের আরও খবর