লালমনিরহাট বার্তা
রংপুরে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শিরোপা জিতলো বীর মুক্তিযোদ্ধা ডাঃ ক্যাপ্টেন সিতারা রহমান দল
স্টাফ রিপোর্টারঃ | ২২ অক্টো, ২০২২, ১২:১৬ PM
রংপুরে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শিরোপা জিতলো বীর মুক্তিযোদ্ধা ডাঃ ক্যাপ্টেন সিতারা রহমান দল

রংপুরে ওমেন্স ড্রিমার ক্রিকেট একাডেমি টুর্নামেন্টশেষ হয়েছে। ফাইনালে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শিরোপা জিতেছে বীর মুক্তিযোদ্ধা ডাঃ ক্যাপ্টেন সিতারা রহমান দল। শনিবার দুপুরে রংপুর ক্রিকেট গার্ডেন মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে টসে জিতে ব্যাট করতে নামে বীর মুক্তিযোদ্ধা ডাঃ ক্যাপ্টেন সিতারা রহমান দল। ২০ ওভারের খেলায় ৯৮ রান সংগ্রহ করে তারা। প্রতিপক্ষের জবাবে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ৭২ রান সংগ্রহ করে বীর মুক্তিযোদ্ধা শিরিন বানু মিতিল দল। ডাঃ ক্যাপ্টেন সিতারা রহমান দল ২৬ রানে জয়ী হয়। ফাইনাল খেলায় প্লেয়ার অব দ্যা ম্যাচের পুরস্কার জিতে নেন, ডাঃ ক্যাপ্টেন সিতারা রহমান দলের ক্রিকেটার সোমা। এছাড়া টুর্নামেন্টে ৮ উইকেট নিয়ে সেরা বোলার শিরিন বানু মিতিল দলের মৌ, সেরা ব্যাটার একই দলের স্বর্ণা, প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট হন ডাঃ ক্যাপ্টেন সিতারা রহমান দলের দিলারা। ওমেন্স ড্রিমার ক্রিকেট একাডেমির প্রধান পৃষ্ঠপোষক, বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ মেরিনা লাভলী’র সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি মোহাঃ আবদুল আলীম মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক, রংপুর জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাড. আনোয়ারুল ইসলাম, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক চায়না চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সদস্য রুবায়েত হোসেন খান। স্বাগত বক্তব্য রাখেন, ওমেন্স ড্রিমার ক্রিকেট একাডেমি’র প্রতিষ্ঠাতা পরিচালক, সাবেক ক্রিকেটার আরিফা জাহান বিথী।

সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ের খেলোয়ারদের প্রতিভা বিকাশের জন্য যে টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে তা সত্যিই প্রশংসনীয়। নারী ক্রিকেটের সোনালী দিন এনে দেবে তৃণমূলের প্রতিভাবান ক্রিকেটাররা। আগামীতে এ ধরনের টুর্নামেন্টের আয়োজনে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন তারা। শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে ট্রফি তুলে দেন অতিথিরা।

উল্লেখ্য, দেশের বিভিন্ন জেলা থেকে আগত শতাধিক ক্ষুদে নারী ক্রিকেটার ৬টি দলে বিভক্ত হয়ে এ টুর্নামেন্টে অংশ নেয়। প্রতিটি দলের নাম নারী বীর মুক্তিযোদ্ধাদের নামানুসারে ‘কাঁকন বিবি, তারামন বিবি, গীতাকর, ডাঃ ক্যাপ্টেন সিতারা রহমান, আশালতা বৈদ্য, শিরিন বানু মিতিল’ একাদশ নাম রাখা হয়। 

এই বিভাগের আরও খবর