লালমনিরহাট বার্তা
রংপুরে ভারতীয় সহকারী হাই কমিশন অফিস শীঘ্রই চালু হচ্ছে -ভারতীয় সহকারী হাই কমিশনার
রংপুর অফিস | ২৯ জুন, ২০২৪, ১:০৭ PM
রংপুরে ভারতীয় সহকারী হাই কমিশন অফিস শীঘ্রই চালু হচ্ছে -ভারতীয় সহকারী হাই কমিশনার

রংপুরে নতুন ভারতীয় সহকারী হাই কমিশন অফিস স্থাপনের লক্ষ্যে অফিসের জায়গা নির্বাচন সংক্রান্ত বিষয়ে রাজশাহীস্থ ভারতীয় দূতাবাসের সহকারী হাই কমিশনার মনোজ কুমার এর সাথে রংপুর চেম্বার নেতৃবৃন্দের এক মত বিনিময় সভা চেম্বার ভবনের আরসিসিআই অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।

শবিার(২৯ জুন)বিকেলে সভায় সভাপতিত্ব করেন রংপুর চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ভারপ্রাপ্ত সভাপতি আবু হেনা মোঃ রেজওয়ানুল করিম।

সভায় রাজশাহীস্থ ভারতীয় দূতাবাসের সহকারী হাই কমিশনার মনোজ কুমার বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার রংপুর বিভাগের মানুষের সুবিধার্থে বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের বিভাগীয় শহর রংপুরে নতুন সহকারী হাই কমিশন অফিস খোলার উদ্যোগ গ্রহণ করেছে। এ জন্য ঢাকাস্থ ভারতীয় দূতাবাসের নির্দেশে রংপুরে নতুন ভারতীয় সহকারী হাই কমিশন অফিস দ্রæত স্থাপনের লক্ষ্যে রংপুর শহরের বিভিন্ন লোকেশনে জায়গা পরিদর্শন করা হবে বলে তিনি সভাকে অবহিত করেন।

সভা শেষে রংপুর চেম্বার পরিচালনা পর্ষদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ভারপ্রাপ্ত সভাপতি আবু হেনা মোঃ রেজওয়ানুল করিম এর নেতৃত্বে রাজশাহীস্থ ভারতীয় দূতাবাসের সহকারী হাই কমিশনার মনোজ কুমার রংপুরে নতুন ভারতীয় সহকারী হাই কমিশন অফিস স্থাপনের লক্ষ্যে শহরের শালবন, কামাল কাছনা, ও ধাপ এলাকার বিভিন্ন লোকেশনে একাধিক অফিস বিল্ডিং পরিদর্শন করেন। পরিদর্শনকালে রংপুর চেম্বার পরিচালনা পর্ষদের ভাইস প্রেসিডেন্ট ও পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর