লালমনিরহাট বার্তা
হাঁড়িভাঙ্গা আম ও সবজি সংরক্ষণের মিঠাপুকুরে বিশেষায়িত হিমাগার স্থাপিত হবে -কৃষিমন্ত্রী
তথ্যবিবরণী | ২২ জুন, ২০২৪, ৫:০৫ AM
হাঁড়িভাঙ্গা আম ও সবজি সংরক্ষণের মিঠাপুকুরে বিশেষায়িত হিমাগার স্থাপিত হবে -কৃষিমন্ত্রী

 হাঁড়িভাঙ্গা আম ও সবজি সংরক্ষণের জন্য মিঠাপুকুরে বিশেষায়িত হিমাগার স্থাপন করা হবে। সেই সঙ্গে বৈজ্ঞানিক পদ্ধতিতে হাঁড়িভাঙ্গা আমের চাষ ও বাজারজাতকরণে মার্কেট লিংকেজ এবং আম চাষীদের প্রণোদনার আওতায় আনা হবে। কৃষিমন্ত্রী ডক্টর আব্দুস শহীদ শুক্রবার (২১শে জুন) রংপুরের মিঠাপুকুর উপজেলার পদাগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে জিআই পণ্য হাঁড়িভাঙ্গা আম মেলা ও প্রদর্শনীর উদ্বোধন উপলক্ষ্যে আলোচনাসভায় এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান।কৃষিমন্ত্রী আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশে কৃষি গবেষণার ভিত্তি রচনা করেছিলেন। তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কৃষিতে আধুনিকতার ছোঁয়া লেগেছে। সরকারের বহুমুখী উদ্যোগের ফলে কৃষি ক্ষেত্রে দেশ এগিয়ে যাচ্ছে। রংপুরের সুমিষ্ট হাড়িভাঙ্গার আমের জিআই পণ্যের স্বীকৃতি এই অঞ্চলের কৃষির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর আগে  মন্ত্রী হাঁড়িভাঙ্গা আম মেলা ও প্রদর্শনীর উদ্বোধন করেন এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের আধুনিক কৃষি প্রযুক্তি ও ফল-ফসলের ১২টি স্টল পরির্দশন করেন।অনুষ্ঠানে রংপুর-৫ আসনের সংসদ সদস্য মো:জাকির হোসেন সরকার, রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো: আবু জাফর, সরকারি কর্মকর্তা, আমচাষি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।   

এই বিভাগের আরও খবর