লালমনিরহাট বার্তা
পারাবত ট্রেনে আগুনের ঘটনায় তদন্ত কমিটি
বার্তা অনলাইন ডেক্সঃ | ১১ জুন, ২০২২, ৪:১৩ PM
পারাবত ট্রেনে আগুনের ঘটনায় তদন্ত কমিটি
আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার ঘটনায় বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে চার সদস্য করে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি কমিটিকে আগামী ৩ দিনের মধ্যে আগুনের কারণ উদঘাটন ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে রিপোর্ট দেওয়ার জন্য বলা হয়েছে।
শনিবার দুপুর ১টার দিকে শমসেরনগর ও মনু রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী ডাকবেল-চককবিরাজি এলাকায় চলন্ত ট্রেনে হঠাৎ আগুন লাগে। পরে কমলগঞ্জ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার ও কুলাউড়া ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ট্রেন থেকে তাড়াহুড়া করে নামতে গিয়ে অন্তত ৭ জন যাত্রী আহত হন। আগুন প্রথমে গাড়ির পেছনে পাওয়ার কারে লাগে। পরে পেছনের আরও ২টি বগি পুড়ে যায়।

এ ব্যাপারে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলীয় জোনের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন জানান, পারাবত ট্রেনে আগুন লাগার ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলীয় জোনের চিফ কমার্শিয়াল ম্যানেজারকে একটি কমিটির ও অপরটিতে পূর্বাঞ্চলীয় জোনের চিফ ম্যাকানিক্যাল ইঞ্জিনিয়ারকে প্রধান করা হয়। (সুত্রঃইত্তেফাক)
এই বিভাগের আরও খবর