লালমনিরহাট বার্তা
পবিত্র আশুরা উদ্‌যাপন উপলক্ষ্যে নির্দেশনা জারি
তথ্যবিবরণী | ১৬ জুল, ২০২৪, ৭:০৯ AM
পবিত্র আশুরা উদ্‌যাপন উপলক্ষ্যে নির্দেশনা জারি

বুধবার (১৭ জুলাই) মুসলমান ধর্মাবলম্বীদের পবিত্র আশুরা উদ্‌যাপিত হবে। এই আশুরা উপলক্ষ্যে শিয়াসহ অন্যান্য মুসলিম সম্প্রদায়ের লোকজন তাজিয়া মিছিলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠিসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র নিয়ে অংশগ্রহণ করেন। যা ক্ষেত্রবিশেষে অনাকাঙ্খিত পরিস্থিতিসহ নগরবাসীর মনে আতঙ্ক ও ভীতি সৃষ্টি হতে পারে। তাজিয়া মিছিল শেষ না হওয়া পর্যন্ত রংপুর মহানগরীর তাজিয়া মিছিলে সকল ধরনের ক্ষতিকারক দ্রব্য ব্যবহার, অস্ত্র-শস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, দা, ছোরা, কাঁচি, বল্লম, তরবারি, লাঠিসহ দেশীয় অস্ত্র  বহন, আঁতশবাজি ও পটকা ফোটানো এবং গণউপদ্রব সৃষ্টি করতে পারে এমন অতি উচ্চ শব্দজনিত মাইক/স্পিকার ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান স্বাক্ষরিত এক গণবিজ্ঞত্তিতে এসব নির্দেশনা জারি করা হয়েছে।

এই বিভাগের আরও খবর