লালমনিরহাট বার্তা
ভূয়া ভিসা প্রদানকারী তিন প্রতারক গ্রেপ্তার করেছে র‌্যাব
স্টাফ রিপোর্টারঃ | ৪ জুন, ২০২২, ৯:৫২ AM
ভূয়া ভিসা প্রদানকারী তিন প্রতারক গ্রেপ্তার করেছে র‌্যাব
রংপুরে বিদেশে চাকুরির প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে ভূয়া ভিসা প্রদানকারী রংপুরের তিন প্রতারকেক গ্রেফতার করেছে র‌্যাব-১৩। গত কাল শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে এক প্রেস বার্তায় নিশ্চিত করেছেন,র‌্যাব-১৩, রংপুর এর সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেঃ মাহমুদ বশির আহমেদ ।
সাংবাদিকদের নিকট প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, রংপুরের পীরগাছা উপজেলার কিশামত গ্রামের মৃত খাইবার আলীর পুত্র মোহাম্মদ রফিক (৩৫) গত ১ জুন বুধবার র‌্যাব-১৩, শাপলা চত্ত¡র বরাবরে প্রতারণার ১টি অভিযোগপত্র দাখিল করেন। এতে উল্লেখ করা হয়, তিন জন প্রতারক বিদেশ প্রত্যাশী বেকার যুবকদের বিদেশে স্থায়ী চাকুরির প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে পলাতক রয়েছে। ক্যাম্প কর্তৃপক্ষ অভিযোগপত্রটি আমলে নিয়ে এর সত্যতা অনুসন্ধানের জন্য তাৎক্ষণিক ছায়া তদন্ত শুরু করে এবং প্রতারক ব্যক্তিদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় অভিযোগের প্রাথমিক সত্যতা প্রমানিত হওয়ায় র‌্যাব-১৩, রংপুর ক্যাম্প এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ২জুন বৃহস্পতিবার রাত সোয়া ১০ টার সময় পীরগাছা উপজেলার ২নং পারুল ইউনিয়নের দেউতী বাজার এলাকা থেকে আব্দুস সোবহানের পুত্র রফিকুল ইসলাম (৩৪), আব্দুল জলিলের পুত্র সাইদুর রহমান (৩৬) এবং দুলাল মিয়ার পুত্র সামিউল ইসলাম (২১) কে ভিসা সংক্রান্ত আলোচনা কালে গ্রেপ্তার করে।
র‌্যাব জানায়, প্রতারকগণ বিভিন্ন ব্যক্তিদের সাথে প্রতারনার কথা স¦ীকার করে। তাদের সাথে জড়িত অন্যান্য প্রতারকদেরকে আইনের আওতায় আনার জন্য র‌্যাবের কার্যক্রম অব্যাহত রয়েছে। আটক প্রতারকগণের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ভুক্তভোগী রফিক (৩৫) নিজে বাদী হয়ে র‌্যাবের সহযোগীতায় পীরগাছা থানায় নিয়মিত মামলা রুজু করেছে।
এই বিভাগের আরও খবর