লালমনিরহাট বার্তা
মাদক পাচার রোধে গবেষণা কাজের জেলা পর্যায়ের কর্মশালা
স্টাফ রিপোর্টারঃ | ৯ জুন, ২০২২, ২:৫০ PM
মাদক পাচার রোধে গবেষণা কাজের জেলা পর্যায়ের কর্মশালা
বাংলাদেশের সীমান্তবর্তী বত্রিশটি জেলার মাদক পাচারের চিত্র এবং পাচার মোকাবেলায় সমন্বিত কৌশল নির্ধারণ গবেষণা কাজের জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত হয়।
আজ ৯ জুন দুপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে লালমনিরহাট জেলা কার্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন লালমনিরহাট বার্তার সম্পাদক গেরিলা লিডার ড. শফিকুল ইসলাম কানু। প্রধান অতিথি ছিলেন জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক খায়রুল বাশার। মূখ্য আলোচক ছিল বিশিষ্ট্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট এর পাটনার এনজিও পাস নির্বাহী পরিচালক কে এম আলী স¤্রাট। বক্তব্য রাখেন প্রথম আলো জেলা প্রতিনিধি আব্দুর রব সুজন, এনজিও বকুলফুল নির্বাহী পরিচালক গোলাম রব্বানী সোহেল, আর্শীনগর এর ম্যানেজার সতীশ চন্দ্র, নজির ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান। এনজিও প্রতিনিধি তপন কুমার প্রমুখ।
এতে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা , এনজিও প্রতিনিধি ও আমন্ত্রিত ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরও খবর