লালমনিরহাট বার্তা
দেশে আরও দ্বিগুণের বেশি নার্স প্রয়োজন -স্বাস্থ্যমন্ত্রী
বার্তা অনলাইন ডেস্কঃ | ৩১ মার্চ, ২০২৩, ১:২৭ PM
দেশে আরও দ্বিগুণের বেশি নার্স প্রয়োজন -স্বাস্থ্যমন্ত্রী

দেশে আরও দ্বিগুণের বেশি নার্স প্রয়োজন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, আমরা গত দশ বছরে ৩৪ হাজার নিয়োগ দিয়েছি। পর্যায়ক্রমে চাহিদামতো আরও নার্স নিয়োগ দেওয়া হবে।

শুক্রবার (৩১ মার্চ) সকালে রাজধানীর ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ও বিএসসি ইন নার্সিং কোর্সের ২৭তম কম্প্রিহেন্সিভ (লাইসেন্সিং) পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

নার্সদের আরও আন্তরিকতার সঙ্গে রোগীদের সেবা দিতে হবে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, একজন রোগীকে ডাক্তার শুধু দেখে যায়, আর নার্সরা সার্বক্ষণিক সেবা দেয়। স্বাস্থ্যসেবার জন্য নার্সদের ভূমিকা অনেক। আমরা বিভিন্ন বিষয়ের ওপর স্পেশালাইজড নার্স তৈরির পরিকল্পনা নিয়েছি। এতে করে নার্সিং সেবা অনেক দূর এগিয়ে যাবে।

দেশে বর্তমানে ৮৫ হাজার নার্স কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, এর মধ্যে ৪৫ হাজার সরকারি এবং আর বাকিরা বেসরকারি। দেশে নার্সদের ৩৫০টি ইনস্টিটিউটে ৩৪ হাজার সিট আছে।(সূত্রঃ ইত্তেফাক)

এই বিভাগের আরও খবর