লালমনিরহাট বার্তা
অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে ই-অরঞ্জের পৃষ্ঠপোষককে আটক করেছে বিএসএফ
অনলাইন বার্তা ডেস্ক | ৪ সেপ, ২০২১, ৪:১৪ PM
অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে ই-অরঞ্জের পৃষ্ঠপোষককে আটক করেছে বিএসএফ
ঢাকা মেট্রোপলিটন পুলিশের বনানী থানার পরিদর্শক (তদন্ত) ও বিতর্কিত ই-কমার্স প্ল্যাটফর্ম ই-অরঞ্জের পৃষ্ঠপোষক শেখ সোহেল রানাকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আটক করেছে।

ভারতীয় ভূখণ্ডে অবৈধ প্রবেশের অভিযোগে শুক্রবার তাকে কোচবিহারের চ্যাংরাবান্ধা সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়।

বিএসএফ শনিবার বিকেলে এক টুইটার বার্তায় জানিয়েছে, "নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের একজন পরিদর্শক অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় ১৪৮ বিএন এর সতর্ক সেনারা তাকে গ্রেপ্তার করে।"

এ সময় তার কাছ থেকে বিদেশি পাসপোর্ট, মোবাইল ফোন ও এটিএম কার্ড জব্দ করেছে বিএসএফ।
সূত্র: টিবিএস নিউজ
এই বিভাগের আরও খবর