লালমনিরহাট বার্তা
ক্ষুদে ডাক্তার দিয়ে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম উপলক্ষে পরিকল্পনা সভা
রংপুর অফিসঃ | ১৩ অক্টো, ২০২১, ১২:২৯ PM
ক্ষুদে ডাক্তার দিয়ে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম উপলক্ষে পরিকল্পনা সভা
আগামী ২৩ থেকে ২৯ অক্টোবর’২১ পর্যন্ত ক্ষুদে ডাক্তার দিয়ে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম উদযাপন উপলক্ষে গতকাল বুধবার নগর ভবনের সভা কক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মোস্তাফিজার রহমান মোস্তফা।
প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান ইবনে তাজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমীন মিঞা, সচিব মোহাম্মদ রাশেদুল হক, রংপুরের সিভিল সার্জন ডাক্তার হিরম্ব কুমার রায়।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিজিবি’র প্রতিনিধি নজরুল ইসলাম, প্যানেল মেয়র সামসুল হক, কাউন্সিলর সেকেন্দার আলী, মাহাবুবর রহমান মঞ্জু, মালেক নিয়াজ আরজু প্রমুখ। এর আগে সকালে একই স্থানে আগামী ৩০ অক্টোবর থেকে ৫ নভেম্বর-২০২১ইং তারিখে জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ উদযাপন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ৩০ শে অক্টোবর থেকে নগরীতে জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ উদযাপন এর পরিকল্পনা গ্রহণ করা হয়।
এই বিভাগের আরও খবর