লালমনিরহাট বার্তা
সৌম্যর আউট নিয়ে আবারও বিতর্কে বিপিএল আম্পায়ারিং
বার্তা অনলাইন ডেস্কঃ | ৭ জানু, ২০২৩, ১:৫১ PM
সৌম্যর আউট নিয়ে আবারও বিতর্কে বিপিএল আম্পায়ারিং

বিপিএল শুরুর আগে থেকেই আলোচনায় ছিলো আগের আসরগুলোর বিতর্কিত আম্পায়ারিং। সেই বিতর্ক আবার উস্কে দিলো বিপিএলের নবম আসরের তৃতীয় ম্যাচেই। বিপিএলের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে মিরপুরে মুখোমুখি হয়েছে ঢাকা ডমিনেটরস আর খুলনা টাইগার্স।

প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১১৩ রান তুলেছে খুলনা। ১১৪ রানের টার্গেটে ব্যাটিংয়ে নামা ঢাকার ইনিংসের ৬ষ্ঠ ওভারেই শুরু বিতর্কের। নাসুম আহমেদের করা ওই ওভারের তৃতীয় বলে ডমিনেটরস ব্যাটসম্যান সৌম্য সরকারকে এলবিডব্লিউ আউট দেন আম্পায়ার মোর্শেদ আলি খান।

তবে পায়ে লাগার আগে সৌম্যের গ্লাভসে লেগেছিলো সেই বল। সেজন্য সঙ্গে সঙ্গে রিভিউ নেন সৌম্য। তবে রিভিউ নেওয়ার পরও সৌম্যকে আউট দিলেই শুরু হয় বিতর্ক। সৌম্য বিরক্তি প্রকাশ করেছিলেন মাঠের মধ্যেই।

নাটকের বাকি ছিলো আরও একটু। কিছুক্ষণ পর সৌম্যকে নট আউট দেন আম্পায়ার। এবার সেটি নিয়ে আপত্তি জানা খুলনার অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবাল। আম্পায়ারের সঙ্গে কথা কাটাকাটিও হয় তার। তবে শেষ পর্যন্ত নট-আউটের সিদ্ধান্তই বহাল রাখেন আম্পায়ার।(সূত্রঃ ইত্তেফাক)

এই বিভাগের আরও খবর