লালমনিরহাট বার্তা
ইউনেস্কোর পুরস্কার পাননি ড. ইউনূস, এ দাবি প্রতারণামূলক- শিক্ষামন্ত্রী
বার্তা ডেস্ক | ২৭ মার্চ, ২০২৪, ১২:০৯ PM
ইউনেস্কোর পুরস্কার পাননি ড. ইউনূস, এ দাবি প্রতারণামূলক- শিক্ষামন্ত্রী

বাংলাদেশে ইউনেস্কো জাতীয় কমিশনের চেয়ারপারসন ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস ইউনেস্কোর ‘ট্রি অব পিস’ পুরস্কার পেয়েছেন বলে যে তথ্য প্রচারিত হয়েছে তা সঠিক নয়। 

বুধবার (২৭ মার্চ) দুপুরে সচিবালয়ে এই পুরস্কারের বিষয়ে তিনি এ প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, পুরস্কার পাওয়ার বিষয়ে ইউনূস সেন্টার যে দাবি করেছে তা বিভ্রান্তিকর ও প্রতারণামূলক।

মহিবুল হাসান চৌধুরী আরও বলেন, ইউনেস্কোর সাথে যোগাযোগ করা হলে তারা জানায়, এ ধরনের পুরস্কার ড. ইউনূসকে দেয়া হয়নি। ইসরায়েলি একজন ভাস্করের দেয়া পুরস্কার ইউনূস সেন্টার ইউনেস্কোর সম্মাননা বলে চালিয়েছে। এরপরও কেনো তারা পুরস্কার প্রাপ্তির প্রচারণা করছে এ নিয়ে চিঠি দেয়া হবে ইউনেস্কোতে।

এই বিভাগের আরও খবর