লালমনিরহাট বার্তা
গত এক বছরে রংপুর ও রাজশাহী বিভাগে ৩১ হাজার মেট্রিক টন তুলা উৎপাদন
তথ্যবিবরণী | ১৫ জুল, ২০২৪, ১১:১৩ AM
গত এক বছরে রংপুর ও রাজশাহী বিভাগে ৩১ হাজার মেট্রিক টন তুলা উৎপাদন

তুলাচাষ সম্প্রসারণে সরকারের বহুমুখী উদ্যোগের কারণে রংপুর ও রাজশাহী বিভাগে তুলার উৎপাদন বৃদ্ধি পেয়েছে। ২০২৩-২০২৪ অর্থবছরে রংপুর ও রাজশাহী বিভাগের ১৬ জেলায় মোট আট হাজার হেক্টর জমিতে তুলার চাষ হয়েছে। গত অর্থবছরে এই দুই বিভাগ থেকে উৎপাদিত বীজ তুলার পরিমাণ ৩১ হাজার ৬১৮ মেট্রিক টন। যা পূর্বের বছরের চেয়ে ৯৪২ মেট্রিক টন বেশি। তুলা উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, রংপুর ও রাজশাহী বিভাগের মোট ৫৭টি ইউনিট কার্যালয়ের মাধ্যমে তুলাচাষ সম্প্রসারণের লক্ষ্যে তুলার প্রদর্শনী স্থাপন, তুলাচাষিদের প্রশিক্ষণ প্রদান, উদ্বুদ্ধকরণ সভা আয়োজন, ঋণ বিতরণ, তুলার বীজ বিতরণ-সহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। যা তুলার উৎপাদন বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করেছে।

এই বিভাগের আরও খবর