লালমনিরহাট বার্তা
অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দেড় লাখ টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার | ৩০ জানু, ২০২৩, ১২:৩২ PM
অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে  দেড় লাখ টাকা জরিমানা

লালমনিরহাট আদিতমারী উপজেলার মহিষখোচা তিস্তা নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের দায়ে দুই মেশিন মালিককে ৫০ হাজার টাকা ও তিস্তা নদী থেকে ট্রাক্টর যোগে অবৈধভাবে বিক্রি করার অপরাধে ট্রাক্টর মালিককে এক লাখ টাকা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়।

সোমবার (৩০ জানুয়ারী) বিকেলে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী বিচারক আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিআর সারোয়ার।

ইউএনও অফিস সূত্রে জানা গেছে , তিস্তার চরাঞ্চলে কয়েকটি চক্র দীর্ঘদিন থেকে অবৈধ মেশিন লাগিয়ে বালু উত্তোলন করছে। এছাড়াও এসব বালু অবৈধ ট্রাক্টর দিয়ে পরিবহন করছে। এমন একটি গোপন তথ্য পাওয়ার সাথে,সাথে অভিযান চালাতে গেলে চক্রটি দ্রুত মেশিন ও ট্রাক্টর সরিয়ে ফেলে। পরে ইউএন'র গাড়ি রেখে মোটরবাইকে করে তিস্তার চরাঞ্চলে যান। ভাঙ্গা-চোরা রাস্তায় বাইক না চললেও পায়ে হেটে কৌশলে ধাওয়া দিয়ে তিস্তায় বালু উত্তোলন অবস্থায় দুইটি মেশিন জব্দ করেন। এ সময় বালু ভর্তি ট্রাক্টর জব্দ করে উপজেলায় নিয়ে আসা হয়। পড়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ট্রাক্টরের মালিক আশরাফুল ইসলামকে এক লাখ টাকা জরিমানা ও অবৈধ মেশিন দুইটির মালিকের পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জি আর সারোয়ার বলেন, তিস্তায় অবৈধ বালু উত্তোলন করে ব্যবসা করা হচ্ছে এমন তথ্য পেয়ে আমরা অভিযান চালাই। খবর পেলেই চক্রটি মেশিন সরিয়ে ফেলে তাই কৌশলে বাইকে গিয়ে মেশিন ও ট্রাক্টর জব্দ করা হয়। পরে ট্রাক্টর মালিককে এক লাখ টাকা জরিমানা ও মেশিনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এই বিভাগের আরও খবর