লালমনিরহাট বার্তা
রংপুরের দুই উপজেলায় ১৮ ইউপিতে নির্বাচনে চেয়ারম্যানপদে নৌকা প্রতীক চান ১৩০ প্রার্থী
রংপুর অফিসঃ | ৩ অক্টো, ২০২১, ১২:৫৭ PM
রংপুরের দুই উপজেলায় ১৮ ইউপিতে নির্বাচনে চেয়ারম্যানপদে নৌকা প্রতীক চান ১৩০ প্রার্থী
বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী রংপুরের দুটি উপজেলার ১৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে।জেলার পীরগাছা উপজেলার ৮টি ও পীরগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়ন রয়েছে। এসকল ইউপিতে নৌকা প্রতীক পেতে আবেদন করেছেন আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের ১৩০ প্রার্থী। গতকাল শরিবার সন্ধায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এসব আবেদনপত্র জমা দেন চেয়ার ম্যান প্রার্থীরা। দলীয় সূত্রে জানা গেছে, পীরগাছা উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে ৮টি ইউনিয়নে নির্বাচনের জন্য তফসিল ঘোষিত হয়েছে।
জেলার পীরগাছা উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে আবেদন করেছেন পারুল ইউনিয়নে তিন জন, ইটাকুমারী ইউনিয়নে চার জন, অন্নদানগর ইউনিয়নে তিন জন, ছাওলা ইউনিয়নে ছয় জন, তাম্বুলপুর ইউনিয়নে আট জন, পীরগাছা সদর ইউনিয়নে এক জন, কৈকুড়ী ইউনিয়নে চারজন ও কান্দি ইউনিয়নে চার জন।পীরগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে ১০টি ইউনিয়নে নির্বাচনের তফসিল ঘোষিত হয়েছে। এসব ইউপিতে দলীয় মনোনয়ন পেতে ৯৭ জন আবেদন করেছেন।এর মধ্যে চৈত্রকোল ইউনিয়নে ১৬ জন, ভেন্ডাবাড়ী ইউনিয়নে ১৬জন, বড়দরগাহ ইউনিয়নে সাত জন, কুমেদপুর ইউনিয়নে ১০জন, মদনখালী ইউনিয়নে ছয়জন, টুকুরিয়া ইউনিয়নে ছয়জন, শানেরহাটে ইউনিয়নে আটজন, পাঁচগাছী ইউনিয়নে ১১জন, চতরা ইউনিয়নে ১১জন ও কাবিলপুর ইউনিয়নে পাঁচ জন রয়েছেন।
আবেদনকারীরা নিজেদের আওয়ামী লীগ, সহযোগী ও অঙ্গসংগঠনের নেতা বলে আবেদনে উল্লেখ করেছেন।এর আগে গত বুধবার নির্বাচন কমিশন (ইসি) সভা শেষে রংপুরের দুই উপজেলার ১৮টি ইউনিয়নসহ দেশের ৮৪৮টি ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করেন সচিব হুমায়ুন কবীর খোন্দকার।ঘোষিত তফসিল অনুযায়ী এসব ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ১৭ অক্টোবর। এছাড়া মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২১ থেকে ২৩ অক্টোবর।আপিল নিষ্পত্তি শুনানি ২৪ ও ২৫ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৬ অক্টোবর। প্রতীক বরাদ্দ করা হবে ২৭ অক্টোবর। আগামী ১১ নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এই বিভাগের আরও খবর