লালমনিরহাট বার্তা
আগামি ২৬ জুন বঙ্গবন্ধু এ্যাভিয়েশন এন্ড অ্যারো স্পেস বিশ্ববিদ্যলয় লালমনিরহাট ক্যাম্পাসে ক্লাস শুরু
মোঃ শহিদ ইসলাম সুজন | ২ জুন, ২০২২, ১০:২০ AM
আগামি ২৬ জুন বঙ্গবন্ধু এ্যাভিয়েশন এন্ড অ্যারো স্পেস বিশ্ববিদ্যলয় লালমনিরহাট ক্যাম্পাসে ক্লাস শুরু
আজ ২ জুন বিমান বাহিনীর লালমনিরহাট ইউনিটের সভা কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ্যাভিয়েশন এন্ড অ্যারো স্পেস বিশ্ববিদ্যলয়ের বিমান নিরাপত্তা এর দুর্ঘটনা পরবর্তী তদন্ত বিভাগ এর আয়োজনে বাংলাদেশের ভবিষ্যত ”এ্যাভিয়েশন নগরী” লালমনিরহাট বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যলয়ের উপাচার্য ভাইস এ্যায়ার মার্শাল নজরুল ইসলাম। মূল বিষয় উপস্থাপন করেন বিভাগীয় প্রধান গ্রæপ ক্যাপ্টেন মেজবাহ উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালন করেন উইং কমান্ডার ফারজানা। বক্তব্য রাখেন লালমনিরহাট বার্তা‘র গেরিলা লিডার এস এম শফিকুল ইসলাম কানু, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা মাসুম, সাংবাদিক, আব্দুর রউফ সুজন, আবু হাসনাত রানা, আনিছুর রহামান লাডলা, তৌহিদুল ইসলাম লিটন, স্বপন প্রমূখ। সেমিনারে বিমান বাহিনীর লালমনিরহাট ইউনিটের অধিনায়ক উইং কমান্ডার আলী আজম, সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিমান বাহিনীর কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন , আগামি ২৬ জুন লালমনিরহাটের ক্যাম্পাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ্যাভিয়েশন এন্ড অ্যারো স্পেস বিশ্ববিদ্যলয়ে আনুষ্ঠানিকভাবে ক্লাস শুরু হবে। ইতোমধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ২৬ জুনের পূর্বে লালমনিরহাট ক্যাম্পাসে নিয়ে আসা হবে।
এই বিভাগের আরও খবর