লালমনিরহাট বার্তা
পাটগ্রামে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির সভা
স্টাফ রিপোর্টার | ১ ফেব, ২০২৩, ৪:১২ AM
পাটগ্রামে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির সভা

লালমনিরহাটের পাটগ্রামে বর্ডারগার্ড বাংলাদেশের (৬১ বিজিবি) তিস্তা ব্যাটালিয়ন-২ সীমান্তবর্তী জনসাধারণদের নিয়ে জনসচেতনতামূলক সভা করেছেন।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেলে উপজেলার জগতবেড় ইউনিয়নের ভেরভেরিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়মাঠে এ সভা হয়।সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ (৬১ বিজিবি) তিস্তা ব্যাটালিয়ন-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এএম মাহবুবুল আলম খান।

এ সময় উপস্থিত থেকে বক্তব্য দেন- ৬১ বিজিবির উপঅধিনায়ক মেজর নাজমুস সাকিব, পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহমুদুল হাসান, পাটগ্রাম সরকারি জসমুদ্দিন কাজী আব্দুল গণি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হাবিবুর রহমান, পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক, জগতবেড় ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সোহেল, দহগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান। এ সময় জোংড়া ইউনিয়নের চেয়ারম্যান মজিবর রহমান, শ্রীরামপুর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রধান, পাটগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মোকলেছুর রহমান মোকছেদ, শমসের নগর বিজিবি কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার মফিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর