লালমনিরহাট বার্তা
রংপুরের প্রশাসনের আয়োজনে মে দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি
রংপুর অফিসঃ | ২ মে, ২০২২, ১১:২৩ AM
রংপুরের প্রশাসনের আয়োজনে মে দিবস উদযাপন উপলক্ষে  বর্ণাঢ্য র‍্যালি
"মালিক শ্রমিক একতা উন্নয়নের নিশ্চয়তা" মূল প্রতিপাদ্য সামনেনিয়ে রংপুরের জেলা শাসন, আঞ্চলিক শ্রম দপ্তর রংপুর এর আয়োজনে মে দিবস উদযাপন উপলক্ষে সকাল সাড়ে দশটায় বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আসিব আহসান জেলা প্রশাসক,পুলিশ সুপার মো ফেরদৌস আলী চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, আঞ্চলিক শ্রম দপ্তর রংপুরের প্রতিনিধ,জেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য র‍্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে ডিসি'র মোড়স্থ বঙ্গবন্ধুর ম্যুরালে গিয়ে শেষ হয়।

এদিকে দিবসটি উপলক্ষে রংপুরে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের লাল পতাকা মিছিল ও আলোচনা সভা।নিউক্রস রোড হতে লাল পতাকা মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান শহর প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবে সমাপ্ত হয়।এরপর সুমি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন রংপুর জেলার আহ্বায়ক শাহিদুল ইসলাম সুমনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদ(মার্কসবাদী) রংপুর জেলার আহ্বায়ক কমরেড আনোয়ার হোসেন বাবলু,সদস্যসচিব সুরেশ বাসফোর,সদস্য জুবায়ের আলম জাহাজী।নতৃবৃন্দ বলেন, যে শ্রমিকের শ্রমে -ঘামে সমাজ চলে,সেই শ্রমিক সমস্ত অধিকার থেকে বঞ্চিত।মে দিবসের চেতনা ধারণ করে সকল প্রকার শোষণ থেকে মুক্তির জন্য শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।
এই বিভাগের আরও খবর