লালমনিরহাট বার্তা
বিতর্কে ফাকল পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর বিভাগে চ্যাম্পিয়ন
স্টাফ রিপোর্টারঃ | ২৯ জানু, ২০২৩, ১২:২৫ PM
বিতর্কে ফাকল পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর বিভাগে চ্যাম্পিয়ন

উত্তরা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত রংপুর বিভাগীয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৩ এর চূড়ান্ত পর্ব শেষ হয়েছে। এতে ফাকল পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন হয়।

"দারিদ্র্যতা দূরিকরন নয় পরিবেশ রক্ষাই এই শতকের বড় চ্যালেঞ্জ" বিষয়ে বিতর্ক প্রতিযোগিতায় পক্ষে লড়াই করেন ফাকল পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।

রায়ান্স হোটেল এন্ড রেস্টুরেন্ট, ধাপ, পুলিশ ফাঁড়ি সংলগ্ন, রংপুর ভেন্যুতে আজ শনিবার ছিল চূড়ান্ত পর্ব। এতে অংশ নেয় লালমনিরহাট জেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ফাকল পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ এবং রংপরের দি মিলেনিয়াম স্টার্স স্কুল অ্যান্ড কলেজ। এতে দি মিলেনিয়াম স্টার্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ফাকল পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, লালমনিরহাট।

ইতিপূর্বে কোয়ার্টার ফাইনালে খোলাহাটি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং সেমিফাইনালে রংপুর বিয়াম স্কুল অ্যান্ড কলেজ কে হারিয়ে ফাইনালে উঠে ফাকল পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, লালমনিরহাট।ফাকল পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের পক্ষে বক্তব্য রাখেন প্রথম বক্তা-জান্নাতি ইসলাম, দ্বিতীয় বক্তা-নাদিয়া ফাহমিদা, তৃতীয় বক্তা ও দলনেতা -আব্দুর রহিম।

ফাইনাল পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা বিশ্ববিদ্যালয়ের ভিসি আবেদ আজিজ।আমন্ত্রিত অতিথি লে.ক.এ টি এম.মোস্তাফিজার রহমান, অধ্যক্ষ দি মিলিনিয়াম স্টারস স্কুল অ্যান্ড কলেজ প্রমুখ। সার্বিক দ্বায়িত্বে ছিলেন উত্তরা বিশ্ববিদ্যালয়ের উপ পরিচালক মোঃ মাহফুজুল হক।

এই বিভাগের আরও খবর