লালমনিরহাট বার্তা
মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে কর্মশালা
স্টাফ রিপোর্টার | ২৫ মে, ২০২৩, ১০:১৯ AM
মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে কর্মশালা

লালমনিরহাট আদিতমারী উপজেলায় শিক্ষা মন্ত্রনালয়ের এসইডিপি প্রজেক্টের আওতায়,পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (পিবিজিএসআই) স্কিস সংক্রান্ত একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২৫ মে) মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে, উপজেলা পরিষদ মিলনায়তনে ৩৪ টি কলেজ,স্কুল ও মাদরাসার প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতির অংশগ্রহনে উপজেলা নির্বাহী অফিসার জিআর সারোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার আব্দুল বারী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন। অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন, মহিষখোচা বহুমুখী স্কুল এন্ড কলেজের পরিচালনা কমিটির সভাপতি ও মহিষখোচা ইউপি চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন চৌধুরী, নামুড়ী বালিকা স্কুল এন্ড কলেজের পরিচালনা কমিটির সভাপতি ও পলাশী ইউপি চেয়ারম্যান আলাউল ইসলাম ফাতেমী পাভেল,মহিষখোচা বহুমুখী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সারোওয়ার আলম ও কুমড়ীরহাট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক কামরুল ইসলাম কাজল প্রমূখ।

এই বিভাগের আরও খবর